Home » Blog » ফুডপ্যান্ডার রাইডাররা ছাড় পাবেন দুরন্ত বাইসাইকেল কিনলে

ফুডপ্যান্ডার রাইডাররা ছাড় পাবেন দুরন্ত বাইসাইকেল কিনলে

ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি এবং দুরন্তর (আরএফএল গ্রুপ) করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

by admin
০ comment

পরিবেশবান্ধব ডেলিভারি রাইডারদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সম্প্রতি আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দুরন্ত বাইসাইকেলের সাথে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ চুক্তির মাধ্যমে দুরন্ত বাইসাইকেল কেনার ক্ষেত্রে ফুডপ্যান্ডার রাইডাররা ১৫ শতাংশ ছাড় পাবেন।

রাজধানীর গুলশানে ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি এবং দুরন্তর (আরএফএল গ্রুপ) করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি বলেন, “বর্তমানে ফুডপ্যান্ডার ৯০ শতাংশের বেশি রাইডার পরিবেশবান্ধব সাইকেল ও ই-বাইক ব্যবহার করে গ্রাহকের দোরগোড়ায় খাবার ও গ্রোসারি পৌঁছে দেন। এ চুক্তির ফলে সারাদেশের রাইডার পার্টনাররা সহজে ছাড়কৃত মূল্যে পরিবেশবান্ধব সাইকেল কেনার সুযোগ পাবেন।”

ফুডপ্যান্ডার রাইডার পার্টনাররা রাইডারশপ ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দের মডেলের বাইসাইকেল কেনার পর তা বিনামূল্যে তাদের ঠিকানায় পৌঁছে দেবে দুরন্ত।

উল্লেখ্য, ফুডপ্যান্ডা জীবিকা নির্বাহের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা এবং দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

SHARE
আরও পড়ুন:  একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ওয়েবসাইটে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত