
অডিও স্ট্রিমিং জগতে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে স্পটিফাই। বহু প্রতীক্ষিত হাই-ফাই (Hi-Fi) অডিও পরিষেবা অবশেষে চালু করতে চলেছে প্রতিষ্ঠানটি। প্রথমবার ২০১৭ সালে এই ফিচারের ঘোষণা দিলেও, এতদিন এর বাস্তবায়ন নিয়ে ছিল নানা জটিলতা। অবশেষে, নতুন “মিউজিক প্রো” নামে একটি প্রিমিয়াম টিয়ার আনার পরিকল্পনা করছে স্পটিফাই। ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
কি থাকছে নতুন এই প্রিমিয়াম সেবায়?
স্পটিফাই মিউজিক প্রো শুধু উন্নতমানের অডিওই নয়, বরং এর সঙ্গে থাকছে এআই-চালিত রিমিক্সিং টুল এবং এক্সক্লুসিভ কনসার্ট টিকিটের সুবিধা। অর্থাৎ, ব্যবহারকারীরা এবার গান শোনার পাশাপাশি নিজেদের মতো করে মিউজিক এডিট করতে পারবেন এবং বিশেষ কনসার্টের টিকিটও পেতে পারেন।
কত খরচ হবে?
বর্তমান স্পটিফাই গ্রাহকদের এই সেবার জন্য প্রতি মাসে ৫.৯৯ ডলার অতিরিক্ত ফি দিতে হতে পারে। যদিও এখনো চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়নি। স্পটিফাই বর্তমানে বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি কনসার্ট টিকিট বিক্রির সুযোগ একীভূত করার পরিকল্পনায় কাজ করছে।
কবে আসছে স্পটিফাই হাই-ফাই?
স্পটিফাই এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, আশা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই এটি চালু হবে। গ্রাহক আকর্ষণ ও রাজস্ব বৃদ্ধির কৌশল হিসেবে বিভিন্ন নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে স্পটিফাই?
বর্তমানে অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক আনলিমিটেড, এবং টাইডাল ইতোমধ্যেই উচ্চ-মানের অডিও পরিষেবা দিচ্ছে। অন্যদিকে, সাউন্ডক্লাউড মূলত রিমিক্সিং টুলসের জন্য পরিচিত। তবে ৬৭৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এবং ২৫০ মিলিয়নের বেশি প্রিমিয়াম গ্রাহক নিয়ে এখনো স্পটিফাই অডিও স্ট্রিমিং দুনিয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে।
শেষ কথা
স্পটিফাই পর্যায়ক্রমে “মিউজিক প্রো” চালু করবে এবং সময়ের সঙ্গে নতুন ফিচার যুক্ত করবে, যা সংগীতপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার!