Home » Blog » নবগঠিত সাংবাদিক সমিতির নেতাদের শুভচ্ছা জানালো চুয়েট অফিসার্স এসোসিয়েশন

নবগঠিত সাংবাদিক সমিতির নেতাদের শুভচ্ছা জানালো চুয়েট অফিসার্স এসোসিয়েশন

অন্যদিকে নবগঠিত চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব আসলাম, সহ-সভাপতি জেরিন সুলতানা, সহ-সভাপতি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব, অর্থ সম্পাদক সাইকা শুহাদা এবং সদস্য মো. ফাহিম রেজা।

by admin
০ comment

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশন ও চুয়েটের নবগঠিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে মঙ্গলবার (৯ জুলাই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের সভা কক্ষে চুয়েট অফিসার্স এসোসিয়েশন নবগঠিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

সভায় চুয়েটের চলমান কর্মসূচি এবং সার্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলসহ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা দাবি সংযোজনসহ নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে।

চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।

চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক, অর্থ সম্পাদক এ.কে.এম. কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক নিবেদিতা দাশ, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের সেকশন অফিসার নুরুল আজিম জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে নবগঠিত চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব আসলাম, সহ-সভাপতি জেরিন সুলতানা, সহ-সভাপতি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব, অর্থ সম্পাদক সাইকা শুহাদা এবং সদস্য মো. ফাহিম রেজা।

SHARE
আরও পড়ুন:  চলনবিল ১৫ বছরে পিছিয়ে পড়া উন্নয়নের রোল মডেল কাঁদাখুচা

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত