Home » Blog » অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, তথ্য ফাঁসের শঙ্কা ও পুনরুদ্ধারের দাবি

অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, তথ্য ফাঁসের শঙ্কা ও পুনরুদ্ধারের দাবি

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং আইটি বিভাগের দায়িত্বে থাকা আব্দুর রহমান গাজী গণমাধ্যমকে বলেন, বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটেনি। কিছু কর্মীর ই-মেইল হ্যাকড হয়েছিল। পরে তা পুনরুদ্ধার করতে পেরেছেন বলে তিনি জানান।

by admin
০ comment

রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই-মেইল হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে কিছু তথ্য ফাঁস হওয়ার শঙ্কা রয়েছে। সিকিউরিটি বিল নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে যে, তারা ১২ হাজারেরও বেশি তথ্য চুরি করেছে এবং এ বিষয়ে তারা অর্থও দাবি করেছে। তবে ব্যাংকটি জানিয়েছে, পুরো সার্ভার হ্যাকারের নিয়ন্ত্রণে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডি হ্যাক হলেও সেটি পুনরুদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ অগ্রণী ব্যাংকের ১২ হাজারেরও বেশি তথ্য হ্যাক করেছে। হ্যাকাররা টেলিগ্রাম মাধ্যমে গত ১৭ মে বার্তা দিয়ে জানায় যে, পাঁচ হাজার ইউরো না দিলে তারা এসব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকার গ্রুপ ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়।

ব্যাংকটির একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই-মেইল আইডি হ্যাকড হয়েছিল।

সূত্রমতে, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটিসংক্রান্ত ক্রয় কমিটির ক্ষমতা এইচআর জিএম এর উপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের জন্য তার (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। এখন হ্যাকারদের আক্রমণের কথা শুনছেন। তবে সার্ভার আর স্লো নেই।

এ বিষয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং আইটি বিভাগের দায়িত্বে থাকা আব্দুর রহমান গাজী গণমাধ্যমকে বলেন, বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটেনি। কিছু কর্মীর ই-মেইল হ্যাকড হয়েছিল। পরে তা পুনরুদ্ধার করতে পেরেছেন বলে তিনি জানান।

SHARE
আরও পড়ুন:  এআই নিরাপত্তার পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ হলো

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত