Home » Blog » আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান যাচ্ছেন

আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান যাচ্ছেন

বিনা খরচে জাপানগামী এই টেকনিক্যাল ইন্টার্নদের হাতে স্মার্ট কার্ড ও সনদ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

by admin
০ comment
আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান যাচ্ছেন

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিএমইটির মাধ্যমে আগেই সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ৫৮৪ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) জাপানে গেছেন। তারা জাপানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের দক্ষতা অর্জন করেছেন। বৈদেশিক মুদ্রা পাঠিয়ে এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন। এরই ধারাবাহিকতায় বিনা খরচে বৃহস্পতিবার আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) জাপানে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঢাকার মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী এই টেকনিক্যাল ইন্টার্নদের হাতে স্মার্ট কার্ড ও সনদ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আপনারা প্রত্যেকে দেশের প্রতিনিধি, বাংলাদেশের দূত। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে। খারাপ কাজ করলে নিজের, পরিবার ও দেশের দুর্নাম হবে।

দক্ষতা ছাড়া দেশে বা বিদেশে কোথাও মর্যাদা নেই। বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে। এজন্য আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বিশেষ ভূমিকা পালন করবে।

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নরা বাংলাদেশের সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেশের সুদিন-দুর্দিনে মানুষের পাশে থাকবেন। বিনা খরচে বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন। আপনাদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চান তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদের উদ্বুদ্ধ করবেন, যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, যাদের ভাষাগত দক্ষতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে দক্ষতা অর্জন করেন। তিন বছরের সফল ইন্টার্নশিপ শেষে জাপানি কোম্পানিতে পাঁচ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবেন। এই পাঁচ বছর শেষ হলে সারাজীবনের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

SHARE
আরও পড়ুন:  ইতালিতে বন্ধ হলো ডিপসিক – ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নে কঠোর অবস্থান

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত