অ্যাপলের সাবেক বিপণন প্রধান ফিল শিলার ওপেনএআইয়ের পর্ষদে অ্যাপলের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। ব্লুমবার্গ সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল একটি যুগান্তকারী চুক্তির অংশ হিসেবে স্থান পেতে পারে।
দৈনিক ইন্ডিপেনডেন্টের আরেকটি সংবাদ অনুসারে, শিলার এখনও পর্ষদের কোনো বৈঠকে অংশ নেননি, তবে বছরের শেষ নাগাদ নতুন পর্ষদ সদস্যদের কাজ শুরু হতে পারে।
এই চুক্তির অংশ হিসেবে, তিনি সম্ভবত পর্ষদের বিভিন্ন বৈঠকে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। তবে, তার কোনো ভোটাধিকার বা পর্ষদ পরিচালকদের মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে না।
এতে করে ওপেনএআইয়ের বিভিন্ন অভ্যন্তরীণ কাজ সম্পর্কে অ্যাপল আরও ভালোভাবে জানতে পারবে, যা কোম্পানির ‘সিরি’ সহ বিভিন্ন ফিচার ও নিজস্ব ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে সহায়ক হবে।
জুনের শুরুতে নিজেদের ডিভাইসে এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র সুবিধা চালু করার উদ্দেশ্যে ওপেনএআইয়ের সঙ্গে বড় একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল অ্যাপল, এর পরপরই এই সাম্প্রতিক পদক্ষেপ নেওয়া হয়।