Home » Blog » সাড়ে ৫ কোটি টাকা পুরস্কার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে!

সাড়ে ৫ কোটি টাকা পুরস্কার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে!

গুগল লিনাক্স কার্নেলের ভার্চ্যুয়াল মেশিন (কেভিএম) হাইপারভাইজার সফটওয়্যারকে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকে। তাই কেভিএম হাইপারভাইজার সফটওয়্যারের কারিগরি ত্রুটি থেকে অ্যান্ড্রয়েড এবং গুগল ক্লাউড ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে গুগল।

by admin
০ comment

গুগল লিনাক্স কার্নেলের ভার্চ্যুয়াল মেশিন (কেভিএম) হাইপারভাইজার সফটওয়্যারে থাকা বিভিন্ন ত্রুটি খুঁজে বের করার জন্য নতুন একটি ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম (ভিআরপি) চালু করেছে। এই কর্মসূচির আওতায়, হাইপারভাইজার সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করলে ৪৮০,০০০ মার্কিন ডলার বা ৫ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা ধরে) পর্যন্ত পুরস্কার প্রদান করবে প্রতিষ্ঠানটি।

গুগল লিনাক্স কার্নেলের ভার্চ্যুয়াল মেশিন (কেভিএম) হাইপারভাইজার সফটওয়্যারকে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকে। তাই কেভিএম হাইপারভাইজার সফটওয়্যারের কারিগরি ত্রুটি থেকে অ্যান্ড্রয়েড এবং গুগল ক্লাউড ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে গুগল।

গুগলের তথ্যমতে, এই কর্মসূচির আওতায় ভিএম এসকেপ ত্রুটি শনাক্ত করলে আড়াই লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। এছাড়া আরবিট্রেরি মেমোরি রাইট, আরবিট্রেরি মেমোরি রিড, রিলেটিভ মেমোরি রাইট, ডেনিয়েল অব সার্ভিসেস ও রিলেটিভ মেমোরি রিড ত্রুটির জন্য যথাক্রমে ১০০,০০০, ৫০,০০০, ৫০,০০০, ২০,০০০ ও ১০,০০০ ডলার পুরস্কার প্রদান করা হবে। সূত্র: ব্লিপিং কম্পিউটার ও প্রথম আলো।

SHARE
আরও পড়ুন:  সহস্রাধিক কর্মী ছাঁটাই করছে সেলসফোর্স, তবে এআই পণ্য বিক্রিতে নিয়োগ অব্যাহত!

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত