Home » Blog » বাংলাদেশে উন্মোচিত হলো আসুসের ৪টি অত্যাধুনিক এআই ল্যাপটপ

বাংলাদেশে উন্মোচিত হলো আসুসের ৪টি অত্যাধুনিক এআই ল্যাপটপ

বাংলাদেশের প্রযুক্তি বাজারে ৪টি নতুন এআই-চালিত ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড আসুস

by admin
০ comment

প্রযুক্তির অগ্রযাত্রায় আরেকটি বড় পদক্ষেপ নিলো আসুস। বাংলাদেশের প্রযুক্তি বাজারে ৪টি নতুন এআই-চালিত ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড আসুস

‘আসুস অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টের অংশ হিসেবে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে বিজনেস পার্টনারদের সামনে এই ল্যাপটপগুলো প্রকাশ করা হয়। বৃহস্পতিবার, আসুস বাংলাদেশ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল আনোয়ার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দীন খন্দকার

উন্মোচিত এআই ল্যাপটপ মডেল ও মূল্য

নতুন উন্মোচিত কপাইলট প্লাস এআই ল্যাপটপগুলো হলো:

💻 আসুস জেনবুক এস১৪ – দাম ২,২৮,০০০ টাকা
💻 আসুস প্রোআর্ট পি১৬ – দাম ৩,১৮,০০০ টাকা
💻 আসুস টাফ গেমিং এ১৪ – দাম ২,৪২,০০০ টাকা
💻 আসুস টাফ গেমিং এ১৬ – দাম ২,৭২,০০০ টাকা

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুবিধা

অনুষ্ঠানে আসুস বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন,
“এই ল্যাপটপগুলো বিশেষভাবে গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও প্রফেশনালদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে আধুনিক এআই প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।”

📌 আপনার পছন্দের ল্যাপটপ কোনটি? কনফিগারেশন বা অন্যান্য ফিচার সম্পর্কে জানতে চান? কমেন্ট করুন!

📢 প্রযুক্তির সবশেষ আপডেট পেতে TalkBarta-র সাথেই থাকুন! 🚀

SHARE
আরও পড়ুন:  যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত