Home » Blog » দেশে ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা প্রধানমন্ত্রীর

দেশে ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা প্রধানমন্ত্রীর

বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

by admin
০ comment

দেশে ২০৩৫ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, হাইড্রোজেন ও অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘পেট্রোবাংলার অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতি নিয়ে উন্নত বিশ্বের চলমান গবেষণার ফলাফল ও কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেল প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর একটি প্রকল্প প্রস্তাব তৈরি করবে। ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের আশা করা যাচ্ছে।’

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধার উল্লেখ করে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবী আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যেখানে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের জন্য দরজা বন্ধ রাখা সম্ভব নয়।

SHARE
আরও পড়ুন:  নবগঠিত সাংবাদিক সমিতির নেতাদের শুভচ্ছা জানালো চুয়েট অফিসার্স এসোসিয়েশন

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত