Home » Blog » বিকাশে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেওয়া যাবে

বিকাশে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেওয়া যাবে

ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবা ও অন্যান্য নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

by admin
০ comment

এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের বাসিন্দারা বিকাশের মাধ্যমে তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান করে, পরিবেশবান্ধব রশিদ দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এই এলাকার সেবাগ্রহীতারা।

এর জন্য প্রথমে বিকাশ অ্যাপের পে বিল অপশনে গিয়ে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। এরপর সিটিজেন ইউনিক আইডি প্রবেশ করালে চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। তারপর ট্যাক্সের পরিমাণ বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিলে ট্যাক্স পরিশোধ নিশ্চিত হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্প্রতি ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবা ও অন্যান্য নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে এসব এলাকার নাগরিকরা দ্রুত ও ঝামেলামুক্ত ডিজিটাল সেবা পাবেন। এতে গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি ও সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

SHARE
আরও পড়ুন:  হস্তান্তর হলো চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত