Home » Blog » আসন্ন ই-ক্যাব নির্বাচন: আসিফ আহনাফের প্রার্থীতা এবং অগ্রগামী প্যানেলের ভিশন

আসন্ন ই-ক্যাব নির্বাচন: আসিফ আহনাফের প্রার্থীতা এবং অগ্রগামী প্যানেলের ভিশন

অগ্রগামী প্যানেল শুধু ৯ বা ১১ জনের কোন প্যানেল নয়, এটি একই মতের ও ই-ক্যাব সদস্যদের জন্য কাজ করতে চায় তাদের একটি ইউনিফাইড ভয়েজ। এখানে যে কোন ই-ক্যাব মেম্বার যুক্ত হতে পারেন।

by admin
০ comment

ঢাকা, ১ জুলাই ২০২৪: আসিফ আহনাফ, ই-ক্যাবের সহ প্রতিষ্ঠাতা, ই-ক্যাব নির্বাচনের জন্য শমি আপার নেতৃত্বে অগ্রগামী প্যানেলের হয়ে নমিনেশন ফর্ম জমা দিয়েছেন। ই-ক্যাব এবং ই-কমার্স সেক্টরের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তিনি সকলের সমর্থন, ভোট এবং ভালোবাসার প্রত্যাশা করছেন।

প্রতি দুই বছর পর পর ই-ক্যাব সদস্যরা দেশের ই-কমার্স সেক্টরকে এগিয়ে নিতে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেন। এই নির্বাচন ই-ক্যাব মেম্বারদের জন্য আনন্দের সময়, যা একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

আসিফ আহনাফ জানান,

“ইলেকশন এবং ই-ক্যাব পরিচালনা কখনো একক কোন ব্যাক্তির কাজ নয়, বরং এটি একটি টিম ইফোর্ট। সেজন্যই আমাদের ই-ক্যাব এর ফাউন্ডারদের নেতৃত্বে গত নির্বাচনে গঠন করা হয় ‘অগ্রগামী’ প্যানেল।”

অগ্রগামী প্যানেল শুধু ৯ বা ১১ জনের কোন প্যানেল নয়, এটি একই মতের ও ই-ক্যাব সদস্যদের জন্য কাজ করতে চায় তাদের একটি ইউনিফাইড ভয়েজ। এখানে যে কোন ই-ক্যাব মেম্বার যুক্ত হতে পারেন।

আসিফ আহনাফ আরও জানান, “এই পরিকল্পনা গুলো নিয়েই আমরা গত শুক্রবার বসেছিলাম গতবার অগ্রগামী হয়ে যারা কাজ করেছেন এরকম কিছু সদস্যদের নিয়ে। কিভাবে আমরা সবাইকে নিয়ে একই ভিশনে ই-ক্যাবের জন্য কাজ করতে পারি, কিভাবে আসন্ন নির্বাচনে আমরা অগ্রগামী এর নেক্সট ২ বছরের ভিশন শেয়ার করতে পারি সকল সদস্যদের কাছে।”

আসিফ আহনাফ ইতোমধ্যে নির্বাচনের ভোটার সবাইকে ব্যক্তিগত ভাবে হোয়াটসঅ্যাপ এ টেক্সট করেছেন অগ্রগামী নিয়ে। যারা অগ্রগামী হয়ে তাদের সাথে কাজ করতে চান, তাদেরকে রিপ্লাই করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যেকোন ই-ক্যাব সদস্যই শুধু ভোটার হিসেবে নয়, যুক্ত হতে পারেন অগ্রগামী হিসেবে। যারা কাজ করবেন অগ্রগামী হয়ে ভোটের মাঠে, তাদের নিয়ে আমরা প্ল্যান সাজানোর জন্য বসবো নিয়মিত, আড্ডা দিব গত শুক্রবারের মত।”

ই-ক্যাব এবং ই-কমার্স সেক্টরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসিফ আহনাফ এবং তার অগ্রগামী প্যানেল একটি শক্তিশালী ভূমিকা পালন করতে আগ্রহী। আসন্ন নির্বাচনে তাদের ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল ই-ক্যাব সদস্যদের সমর্থন এবং ভোটের আহ্বান জানানো হয়েছে।

SHARE
আরও পড়ুন:  প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনার খুজছে আইডেব

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত