Home » Blog » কোন ফোনই থাকবে না ভবিষ্যতে : ইলন মাস্ক

কোন ফোনই থাকবে না ভবিষ্যতে : ইলন মাস্ক

ইলন মাস্কের দাবী অনুযায়ী, একটি ছোট্ট চিপ মস্তিষ্কে স্থাপন করে দিলে এটি মানুষের চিন্তা ও ডিজিটাল বিশ্বের মধ্যে যোগাযোগ তৈরি করতে পারবে। সেই সময়ে চিন্তার মাধ্যমে ট্যাব, কম্পিউটার ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস পদ্ধতিতে এই প্রযুক্তি তথ্য সরবরাহ করতে সক্ষম হবে।

by admin
০ comment

বর্তমানে স্মার্টফোন ছাড়া একটি দিনও কল্পনা করা দুষ্কর। স্মার্টফোন এখন ডিজিটাল যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। আর যদি এই ফোনই না থাকে, তাহলে কী হবে? ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে স্মার্টফোনের পরিবর্তে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি তার স্থান দখল করবে। টেসলার মালিক ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, স্মার্টফোন নিয়ন্ত্রণের পরিবর্তে আসছে ‘নিউরালিংক’। সেই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক পুনরায় উল্লেখ করেছেন, ভবিষ্যতে কোনো ফোন থাকবে না, থাকবে শুধুমাত্র এই নিউরালিংক। এটি এখন আলোচনার বিষয়।

নিউরালিংক কী?

এটি এক প্রকারের চিপ-প্রযুক্তি যা মস্তিষ্কে স্থাপন করা হবে। এটি শরীরের একটি অংশ হিসেবে কাজ করবে এবং ফোনের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

ইলন মাস্কের দাবী অনুযায়ী, একটি ছোট্ট চিপ মস্তিষ্কে স্থাপন করে দিলে এটি মানুষের চিন্তা ও ডিজিটাল বিশ্বের মধ্যে যোগাযোগ তৈরি করতে পারবে। সেই সময়ে চিন্তার মাধ্যমে ট্যাব, কম্পিউটার ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস পদ্ধতিতে এই প্রযুক্তি তথ্য সরবরাহ করতে সক্ষম হবে।

ইলন মাস্কের এই দাবিকে অনেকেই অবাস্তব বলে প্রত্যাখ্যান করছেন। অপর দিকে কিছু বিজ্ঞানীদের মতে, মানব মস্তিষ্কের সব রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত এমন প্রযুক্তি আনা সম্ভব হবে না।

এই প্রযুক্তি মানব মস্তিষ্কের জন্য কতটা নিরাপদ হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। মাথায় অপারেশন করে ব্রেন-চিপ স্থাপনের চেয়ে স্মার্টফোন ব্যবহার করাই বরং বেশি নিরাপদ হবে বলে অনেকের মত।

SHARE
আরও পড়ুন:  টেলিটকের আয় ৫১৮ কোটি ও আলাপের আয় ২৮ কোটি টাকা ২০২২-২৩ অর্থ বছরে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত