Home » Blog » ফ্রান্স বাংলাদেশকে সহযোগিতা করবে প্রযুক্তির নানা ক্ষেত্রে

ফ্রান্স বাংলাদেশকে সহযোগিতা করবে প্রযুক্তির নানা ক্ষেত্রে

২০১৮ সালে প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে সফল ভূমিকা রেখেছিল ফ্রান্স। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এয়ারবাসের সাথে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ অপটিক্যাল স্যাটেলাইট, এসএআর স্যাটেলাইট এবং বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতমুখী তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে ফ্রান্সের সাথে বাংলাদেশ গভীরভাবে কাজ করতে আগ্রহী।

by admin
০ comment

সাইবার নিরাপত্তা, স্টার্টআপ এক্সচেঞ্জ, মহাকাশ প্রযুক্তি এবং বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ফ্রান্স। আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী পলক উল্লেখ করেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্স বিশ্বব্যাপী স্বীকৃত। ২০১৮ সালে প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে সফল ভূমিকা রেখেছিল ফ্রান্স। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এয়ারবাসের সাথে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ অপটিক্যাল স্যাটেলাইট, এসএআর স্যাটেলাইট এবং বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতমুখী তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে ফ্রান্সের সাথে বাংলাদেশ গভীরভাবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণ এই তিনটি বিষয় ফ্রান্স সফরের মূল উদ্দেশ্য। ফ্রান্সের ট্রেড মিনিস্টারের সাথে ফলপ্রসু বৈঠক হয়েছে। ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিভাটেকেও প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

ফ্রান্স সফরকালে প্রতিমন্ত্রী এয়ারবাসের স্যাটেলাইট তৈরির ল্যাব পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুল ফরটি-টু নামে ফ্রান্সের একটি সফল উদ্যোগ রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে তাদেরকে বাংলাদেশে আনতে চাই। ’

তিনি আরো বলেন, এয়ারবাসের পক্ষ থেকে আমাদের যোগ্যতা ও সক্ষমতা তৈরির জন্য কিছু প্রস্তাব বিবেচনা করছি। বাংলাদেশে যৌথভাবে স্যাটেলাইট অ্যাসেম্বল এবং স্যাটেলাইট প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলাও একটি উদ্দেশ্য।

ফরাসী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব ড. রাশিদা ফেরদৌস উপস্থিত ছিলেন।

SHARE
আরও পড়ুন:  ৩ ও ১৫ দিনের ডেটা প্যাকেজ আবারও চালু হচ্ছে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত