Home » Blog » দুষ্টু কোকিল দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে

দুষ্টু কোকিল দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে

শাকিব-মিমির রসায়ন এবং রায়হান রাফির পরিচালনা মিলিয়ে গানটি কনার কণ্ঠে এক অনন্য মাত্রা পেয়েছে। ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও বেশ প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে ‘দুষ্টু কোকিল’ গানটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।

by admin
০ comment

বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষস্থানে রয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। এই গানে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

এর আগে কনার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। শাকিব-মিমির রসায়ন এবং রায়হান রাফির পরিচালনা মিলিয়ে গানটি কনার কণ্ঠে এক অনন্য মাত্রা পেয়েছে। ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও বেশ প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে ‘দুষ্টু কোকিল’ গানটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।

বৃহস্পতিবার মুক্তি পাওয়ার দুই দিনের মধ্যেই শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ কনটেন্ট হিসেবে জায়গা করে নেয় এই মিউজিক ভিডিওটি। আজ সোমবার পর্যন্ত ইউটিউবে গানটি ৯০ লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।

তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এছাড়া আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

SHARE
আরও পড়ুন:  ‘Easiest way to save money’: Save up to £232 a year on bills by changing light bulbs

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত