Home » Blog » আরো ১২ তথ্যপ্রযুক্তি গণমাধ্যম কর্মী বিআইজেএফ সদস্য হলেন

আরো ১২ তথ্যপ্রযুক্তি গণমাধ্যম কর্মী বিআইজেএফ সদস্য হলেন

বুধবার সংগঠনের পক্ষে সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান।

by admin
০ comment
তথ্যপ্রযুক্তি গণমাধ্যম কর্মী

তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত সাংবাদিকদের জাতীয় নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নতুন সদস্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত আরো ১২ জন সংবাদকর্মী অন্তর্ভুক্ত হয়েছেন।

বুধবার সংগঠনের পক্ষে সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান। নতুন সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ বেগ (দ্য ডেইলি স্টার), মাহমুদুল হাসান (দ্য ডেইলি স্টার), মোহাম্মদ আনোয়ার হোসেন (দ্য বাংলাদেশ পোস্ট), অঞ্জন চন্দ্র দেব (দ্য ডেইলি মেসেঞ্জার), মাজহারুল ইসলাম মিচেল (বিজনেস আই), এমদাদুল হক তুহিন (সারাবাংলা ডট নেট), মো. রাসেল হোসাইন (বাংলাদেশ জার্নাল), মো. মনিরুল ইসলাম (মোহনা টিভি), উজ্জ্বল এ গোমেজ (মাসিক টেক ওয়ার্ল্ড বাংলাদেশ), মুন মন্ডল রাজীব (দৈনিক খোলা কাগজ), মো. হামিদুর রহমান (শেয়ার বিজ) ও অর্চি হক (দৈনিক আজকের পত্রিকা)।

নতুন সদস্যদের বিষয়ে বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার বলেন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের একমাত্র জাতীয় সংগঠন হিসেবে সারাদেশে তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ১২ জন সদস্যকে সদস্যপদ প্রদান করা হয়েছে। আমি বিশ্বাস করি, নতুন সদস্যরা পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সংগঠনের মর্যাদা সমুন্নত করবে।

সাধারণ সম্পাদক (বিআইজেএফ) সাব্বিন হাসান বলেন, বিআইজেএফ ২০০২ সাল থেকে সারাদেশের সরকারি-বেসরকারি তথ্যপ্রযুক্তি খাতের সমৃদ্ধি ও উন্নয়নে প্রত্যক্ষ, দৃশ্যমান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নির্বাচিত গণমাধ্যমের সদস্যরা শুধু সংগঠনের ভবিষ্যতের পথচলাকে সুগমই করবে না, বরং নতুন নেতৃত্ব গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

SHARE
আরও পড়ুন:  ডব্লিউএসআইএস সম্মাননা হস্তান্তর প্রধানমন্ত্রীর হাতে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত