Home » Blog » একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো নোবিপ্রোবিতে

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো নোবিপ্রোবিতে

সভায় একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়

by admin
০ comment
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো নোবিপ্রোবিতে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) সম্প্রতি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক আইটিএসের সিনিয়র টেকনোলজি উপদেষ্টা শাহ আলী নেওয়াজ তপু, বেইন স্টেশন২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, জেনুইটি সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. হাবিবুর রহমান। ফ্রন্টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রেদোয়ান ফেরদৌসও উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দিন, ভেন্ডি লিমিটেডের ফাউন্ডার ও সিইও মো. শরিফ মুক্তাদিরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনায় যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষের অংশ হিসেবে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন এবং যারা বর্তমানে ইন্টার্নশিপ করছেন তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ইন্টার্নশিপ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে তিনটি সফটওয়্যার কোম্পানি এবং নোবিপ্রবি আইআইটির সাথে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

SHARE
আরও পড়ুন:  গুগল জিমেইল অ্যাকাউন্ট ডিলিট হওয়া ঠেকানোর উপায় কি?

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত