Home » Blog » একটি সিম কার্ড কিনতে ৩০০ টাকা ট্যাক্স

একটি সিম কার্ড কিনতে ৩০০ টাকা ট্যাক্স

নতুন অর্থবছরের জন্য ৩০০ টাকা সিম কার্ড ট্যাক্সের প্রস্তাব করা হয়েছে

by admin
০ comment

নতুন অর্থবছরের জন্য ৩০০ টাকা সিম কার্ড ট্যাক্সের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হলে তিনি ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ’ শীর্ষক বাজেট বক্তৃতা শুরু করেন। বাজেট প্রস্তাবে প্রতিটি সিম কার্ড বা ই-সিম কার্ড সরবরাহের উপর বিদ্যমান ট্যাক্স ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই সিম ট্যাক্স ৮০০ টাকা দিয়ে দেশে প্রথম যাত্রা শুরু করে । তারপরে পরিমাণটি হ্রাস করা হয়েছিল ২০১১-১২ অর্থবছরে ২০০ টাকা থেকে ৬০০ টাকা পরে এই কর অর্ধেক করে ৩০০ টেঙ্গে নামিয়ে আনা হয়। এরপর ২০১৫-১৬ অর্থবছর থেকে শুরু করে সিম কার্ডের কর ১০০ টাকা চলতি বছরের বাজেটে এই কর ২০০ টাকা কমানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই কর ছিল ১০০ টাকা। পরবর্তীতে ২০১৯-২০ অর্থবছরে সিম কার্ডের কর দ্বিগুণ করে ২০০ টাকা করা হয়। অপারেটরদের দীর্ঘদিনের দাবি সিম কার্ডের ওপর কর কমানো। কিন্তু কমার বদলে আবার বেড়েছে।

SHARE
আরও পড়ুন:  ফ্রান্স আগ্রহী সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিতে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত