“এস্ট্রনট ক্যাম্প” ২৮ জুন ঢাকায় বসছে

ঢাকার বিভিন্ন স্কুল থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী কয়েকশ শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করবে

এস্ট্রনট ক্যাম্প
“এস্ট্রনট ক্যাম্প” ২৮ জুন ঢাকায় বসছে

মহাকাশ বিজ্ঞানে শিশু-কিশোরদের আগ্রহী করতে এবং মহাকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার উদ্দেশ্যে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহায়তায় ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে “এস্ট্রোনট ক্যাম্প”। এই ক্যাম্পে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করা যাবে।

আগামী ২৮-২৯ জুন, ২০২৪ রাজধানী ধানমন্ডিতে অবস্থিত ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে থাকবে এপোলো মিশন নিয়ে ইন্টারেকটিভ সেশন, স্পেস রোবোটিক্স ওয়ার্কশপ, রকেট এক্সপ্লোরেশন ওয়ার্কশপ, মুন ল্যান্ডার নির্মাণ, স্যাটেলাইট তৈরির ওয়ার্কশপ, ভিআর বেসড এস্ট্রোনট ট্রেইনিং এবং এক্সআর বেসড স্পেস ট্রেইনিং। এছাড়াও থাকবে কুইজ এবং এস্ট্রোনট ড্রেস পরে ছবি তোলার সুযোগ।

আয়োজকরা আশা করছেন, ঢাকার বিভিন্ন স্কুল থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী কয়েকশ শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেছেন, “এই এস্ট্রোনট ক্যাম্প আয়োজনের প্রধান উদ্দেশ্য হল শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিক্ষার সুযোগ প্রদান করা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পের মাধ্যমে শিশুরা মহাকাশ গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং তাদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ আরও বাড়বে। আমাদের লক্ষ্য হল শিশুদের মহাকাশ গবেষণার জগতে প্রথম পদক্ষেপ রাখতে উদ্বুদ্ধ করা এবং তাদের কৌতূহল ও সৃজনশীলতাকে উজ্জীবিত করা।”

আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্প থেকে বাচ্চারা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে। তারা শিখবে মহাকাশ মিশনের ইতিহাস ও তাৎপর্য, যেমন এপোলো মিশনের মাধ্যমে মহাকাশ অভিযান সম্পর্কে বিস্তারিত জ্ঞান। স্পেস রোবোটিক্স ওয়ার্কশপে রোবট তৈরির মাধ্যমে তারা রোবোটিক্স বিষয়ে শিখবে, রকেট সায়েন্সের বিভিন্ন দিক, রকেটের গঠন ও কাজের প্রক্রিয়া রকেট এক্সপ্লোরেশন ওয়ার্কশপের মাধ্যমে জানবে, ল্যান্ডার ও স্যাটেলাইট তৈরির মাধ্যমে মহাকাশযানের নকশা ও কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে। এছাড়া, ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে মহাকাশে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবে।

আরও পড়ুন:  দ্বীপ গেটওয়ে: সূর্য, বালি, এবং নির্মলতা

আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে সাইন্টিফ্লাই, নলেজ পার্টনার ক্রিয়েটিভ জুনিয়র, টেক পার্টনার ড্রিমার্জ ল্যাব লিমিটেড ও রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট।

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।