স্মার্টফোনপ্রেমীদের জন্য ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চীনা ব্র্যান্ড ভিভো দিচ্ছে চমৎকার উপহারগুলির অফার। ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এর মতো আকর্ষণীয় অফারও রয়েছে উপহারের মধ্যে। ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো ওয়াই১৮, ওয়াই১৭এস, ওয়াই২৭এস, ওয়াই৩৬, ভি২৯ই মডেলের যেকোনো একটি স্মার্টফোন কিনলেই পাওয়া যাবে উপহার। রিরো বি১০ নেকব্যান্ড, দৃষ্টিনন্দন ছাতা, ৩০০ টাকার রিরো ভাউচার, টি-শার্ট এবং জিপি অফার অন্তর্ভুক্ত রয়েছে উপহারের তালিকায়। সম্প্রতি দেশের বাজারে আসা ভিভো ওয়াই১৮ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। স্মার্টফোনটিতে রয়েছে ৯০ হার্জ হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। আরো আছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা, মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসরসহ দারুণসব ফিচার। সবচেয়ে আকর্ষণীয় অফারটি দেয়া হয়েছে ভিভো ভি৩০ এবং ভি৩০ লাইট স্মার্টফোনে। এ দুটি সিরিজের ফোনে ভিভো ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার দিয়েছে। এর মধ্যে স্মার্টফোন ভি৩০ কিনলে উপহার হিসেবে পাওয়া যাবে ওয়াচ ডবি-উ১ প্রো। আর ভি সিরিজের সর্বশেষ আপডেট স্মার্টফোন ভি৩০ লাইটের সাথে রয়েছে টিডব্লিউএস ওয়্যারলেস এয়ারফোন এল১৩ বিনামূল্যে পাওয়ার সুযোগ। ঈদ উপহারের সাথে ভিভোর এই স্মার্টফোনগুলো সারাদেশে ভিভোর যেকোনো অনুমোদিত শো-রুমের পাশাপাশি ই-স্টোরেও পাওয়া যাবে।
৬০