শহীদ শব্দের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

মেটা জানিয়েছে, ‘শব্দটির ব্যবহারে যদি কোনো সহিংসতার স্পষ্ট প্রমাণ থাকে বা এটি মেটার অন্যান্য নিয়ম ভঙ্গ করে; তাহলে কেবল তখনই এই শব্দটি ব্যবহারে আপত্তি থাকবে এবং তা মুছে ফেলা উচিত।’

শহীদ শব্দের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

প্রযুক্তি জায়ান্ট মেটা আরবি শব্দ ‘শহীদ’ নিষেধাজ্ঞার তালিকা থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছে। চলতি বছরের মার্চে মেটার ওভারসাইট বোর্ড প্রতিষ্ঠানটিকে ‘শহীদ’ শব্দটির ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানায়। খবর রয়টার্স।

মেটা জানিয়েছে, ‘শব্দটির ব্যবহারে যদি কোনো সহিংসতার স্পষ্ট প্রমাণ থাকে বা এটি মেটার অন্যান্য নিয়ম ভঙ্গ করে; তাহলে কেবল তখনই এই শব্দটি ব্যবহারে আপত্তি থাকবে এবং তা মুছে ফেলা উচিত।’

মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওভারসাইট বোর্ডের সদস্যরা।

মধ্যপ্রাচ্য সংক্রান্ত কনটেন্ট নিয়ে মেটা বছরের পর বছর সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে মেটার নিজস্ব অর্থায়নে করা একটি সমীক্ষায় উঠে আসে, ফিলিস্তিনি ও অন্যান্য আরবি ভাষাভাষী ব্যবহারকারীদের ওপর কোম্পানির বিভিন্ন নীতি মানবাধিকার প্রশ্নে ‘বিরূপ প্রভাব’ ফেলছে।

গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরুর পর এই সমালোচনা আরও বেড়েছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণ এবং পরে গাজায় হাজার হাজার মানুষকে হত্যার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের সমর্থনকারী কনটেন্ট দমন করার অভিযোগে বিভিন্ন মানবাধিকার সংস্থা মেটাকে অভিযুক্ত করেছে।

SHARE
আরও পড়ুন:  ৮ অক্টোবর চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।