৮ অক্টোবর চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩

বুধবার তেজগাঁওয়ের চ্যানেল আই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এই তথ্য জানান। এ সময় ২০ সদস্যের বিচারক প্যানেলের প্রধান বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মতিন রহমান উপস্থিত ছিলেন।

৮ অক্টোবর চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩

চতুর্থ চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে নতুন করে আরো ৮টি ক্যাটাগরি যুক্ত হয়েছে। ফলে, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে। সম্মাননা পেতে মনোনয়ন জমা দিতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আর পুরস্কার ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর।

নতুন যুক্ত হওয়া ক্যাটাগরিগুলো হলো বেস্ট ভ্লগ, ট্র্যাভেল ও লাইফস্টাইল কনটেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কনটেস্ট, বেস্ট এন্টারটেইনমেন্ট কনটেন্ট, বেস্ট রিভিউ কনটেন্ট, বেস্ট অ্যানিমেটেড কনটেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট এবং বেস্ট এআই কন্টেন্ট ক্রিয়েটর। এছাড়াও, বেস্ট এডুটেইনমেন্ট ক্যাটাগরির নাম পরিবর্তন করে বেস্ট এডুকেশনাল কনটেন্ট এবং বেস্ট মিউজিক ভিডিওকে মিউজিক্যাল কনটেন্ট করা হয়েছে।

বুধবার তেজগাঁওয়ের চ্যানেল আই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এই তথ্য জানান। এ সময় ২০ সদস্যের বিচারক প্যানেলের প্রধান বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মতিন রহমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “ডিজিটাল টুইনস, অগমেন্টেড থেকে ভার্চুয়াল রিয়েলিটির পর এখন দেখছি মিক্সড রিয়েলিটি। দুনিয়ার এই পরিবর্তনে আমরা শুধু খাপ খাওয়াবো না, নেতৃত্বও দিবো। সেজন্য এই ধরণের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বিনোদন, শিক্ষা, বাণিজ্যে নতুন দুনিয়া হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া। যেমন কিছুদিন আগে আমি দেখলাম গুলশানে ভিক্ষুকরা বলছেন আমাকে বিকাশ করেন।”

SHARE
আরও পড়ুন:  বিটিআরসি চেয়ারম্যান সেবা খাতে নতুন বিজনেস মডেল চান

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।