পলক : আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি

পলক বলেন, “আমি এমপি থাকা অবস্থায় আমার ব্যক্তিগত তহবিলে যা এসেছে তা স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে বিতরণ করেছি, আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি। ৩৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অন্য দল ক্ষমতায় ছিল, তারা কখনও এভাবে কৃষকদের ডেকে সার-বীজ দেয়নি।”

পলক : আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে ১৫ বছর ধরে ৫ লক্ষ মানুষের দায়িত্ব পালনকালে তিনি এক টাকার দুর্নীতিও করেননি। শুক্রবার (২৮ জুন) সিংড়ার বাসভবনে ক্যান্সার ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জনকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়াও, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং ২২০০ জন কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৫০ জন কৃষকও এই সহায়তা পান।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, “আমি এমপি থাকা অবস্থায় আমার ব্যক্তিগত তহবিলে যা এসেছে তা স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে বিতরণ করেছি, আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি। ৩৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অন্য দল ক্ষমতায় ছিল, তারা কখনও এভাবে কৃষকদের ডেকে সার-বীজ দেয়নি।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ৩৭ বছর চলনবিলের মানুষ অবহেলিত ছিল। এক বস্তা সারের জন্য সাধারণ কৃষককে লাঠিপেটা খেতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এতো উন্নয়ন ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।

পলক : আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি

একইদিন বিকেলে নাটোরের সিংড়া উপজেলা খাদ্য গুদাম চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান করেন পলক। এসময় তিনি বলেন, “আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায়, অনেকে চেয়ারম্যান, এমপি-মন্ত্রী হয়েছেন। আমাদের জীবনে যাদের গাড়ি ছিল না, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি-মন্ত্রী হয়ে ট্যাক্স ফ্রি গাড়িতে চড়তে পারছি। সেই গাড়ি, বাড়ি, অফিস এই সকল কিছুর ওপরে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক রয়েছে।”

আরও পড়ুন:  যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সিরাজুল ইসলাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য কোহেলি কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ২৩১ জন ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা এবং প্রবীণ ৬৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ৭৭ জন নারী কর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয় এবং দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকার কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ডিজিটাল প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে উন্নত মানের ডেস্কটপ ও প্রিন্টার প্রদান করা হয়।

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।