সাইবার সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত সিক্যাফের আয়োজনে

বিভিন্ন ব্যাংক, বাণিজ্যিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানে সাইবার সুরক্ষায় নিয়োজিত পেশাদাররা অফেনসিভ সিকিউরিটি টেস্টিং এবং ডিফেনসিভ আর্কিটেকচার ও প্রকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন।

সাইবার সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত সিক্যাফের আয়োজনে

দেশের সাইবার জগতকে সুরক্ষিত রাখতে তরুণ প্রযুক্তি পেশাদারদের মেধাকে কাজে লাগিয়ে এবং গণমাধ্যম কর্মীদের তীক্ষ্ণ মেধা শানিত করার মাধ্যমে কাজ করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারেনেস ফাউন্ডেশন (সিক্যাফ)। সেই লক্ষ্যেই শুক্রবার রাজধানীর পান্থপথে ইউএস সফটওয়্যার লিমিটেডের ল্যাবে দিনব্যাপী সাইবার সুরক্ষার নলেজ শেয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৩২ জন সাংবাদিক ও প্রযুক্তি পেশায় কর্মরত সাইবার যোদ্ধারা এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিক্যাফের উপদেষ্টা ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ মেহেদী হাসান, সাইবার নিরাপত্তা বিশ্লেষক মঈনুদ্দীন কাদের আল আরবী এবং বাপ্পী সরকার।

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের সাইবার ফরেনসিকের গোপন বিষয়গুলোর সঙ্গে পরিচিত করা হয়। অন্যদিকে, বিভিন্ন ব্যাংক, বাণিজ্যিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানে সাইবার সুরক্ষায় নিয়োজিত পেশাদাররা অফেনসিভ সিকিউরিটি টেস্টিং এবং ডিফেনসিভ আর্কিটেকচার ও প্রকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন।

 সাইবার সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত সিক্যাফের আয়োজনে

প্রশিক্ষণ শেষে সবার হাতে সনদ তুলে দেন প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান। তিনি দেশের সাইবার সুরক্ষায় প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ও হার্ডওয়্যার দেশেই তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সনদ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী মুস্তাফিজ, সহ-সভাপতি ইমদাদুল হক, প্রোগ্রাম অফিসার রাহাত হোসেন প্রমুখ।

SHARE
আরও পড়ুন:  এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড এখন বেসিস সদস্য

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।