৩
সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন হিসেবে ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার একটি চেক প্রদান করেছে।
বৃহস্পতিবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে মোট ছয়টি চেক উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের হাতে হস্তান্তর করা হয়।
গত ২৪ আগস্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, তারা একদিনের বেতন বন্যাদুর্গতদের সহায়তার জন্য প্রদান করবেন। আজ সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর চেকগুলো জমা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৫ আগস্ট, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন হিসেবে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার একটি চেক উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের হাতে তুলে দিয়েছিল।