ঢাকা: বেসিস এর ডাটা সেন্টার ও ক্লাউড বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা গত শনিবার, ১৭ আগস্ট, বেসিস বোর্ড রুমে সফলভাবে সম্পন্ন হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির প্রেসিডেন্ট মাসুদ পারভেজ।
এই বৈঠকে কমিটির কো-প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ সহ অন্যান্য সহ-সভাপতি জনাব হাসিবুর রশিদ, জুনায়েদ মিয়াজি, ও তারেক ইকবাল উপস্থিত ছিলেন। সভায় আরও যোগ দেন বেসিসের ভারপ্রাপ্ত পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট (অর্থ) জনাব ইকবাল আহমেদ ফখরুল হাসান।
বৈঠকে কমিটির সদস্যরা, যেমন খান মোহাম্মদ নাকিব, ইমরান হোসেন, নেয়েমত উল্লাহ, মোবারক হোসেন, হাসনাইন মোঃ রেয়াদ ও শিপন কর্মকার এর উপস্থিতিতে ডাটা সেন্টার ও ক্লাউড উদ্যোগের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আলোচিত হয়, প্রাথমিক পরিকল্পনার মাধ্যমে কমিটির কর্মসূচি আগামী দুই বছরের জন্য নির্ধারণ করা এবং মুখ্য লক্ষ্য ও কৌশল নির্ধারণের বিষয়ে গভীর আলোচনা পরিচালিত হয়। এই সম্মেলনের মাধ্যমে ডাটা সেন্টার ও ক্লাউড খাতের উন্নয়ন এবং এর সহযোগিতার বিস্তারিত রূপরেখা তৈরির পথে একটি মাইলফলক হিসেবে গণ্য হতে পারে।