রক্ষণাবেক্ষণের পর দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) দিয়ে আবার ব্যান্ডউইথ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিঙ্গাপুর অংশে রক্ষণাবেক্ষণের কাজ শেষে কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
এর আগে, শুক্রবার বিএসসিপিএলসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম পরিচালিত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে এ সময় কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-মি-উই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো সচল থাকবে।