প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১:১২ অপরাহ্ণ
চূড়ান্ত ২৪ জন প্রার্থী লড়বেন ই-ক্যাব ২০২৪-২৬ দ্বি-বার্ষীক কার্যনির্বাহী নির্বাচনে
Warning: Undefined variable $lead_photo in
/home/talkbart/public_html/wp-content/plugins/print-bangla-news/templates/print.php on line
72ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে বুধবার ট্রাভেল টেক কোম্পানি শেয়ারট্রিপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাশেফ রহমান ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে, ই-ক্যাব ২০২৪-২৬ কার্যনির্বাহী সদস্য নির্বাচনে চূড়ান্তভাবে ২৪ জন প্রার্থী দাঁড়িয়েছেন। তারা ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ই-ক্যাব নির্বাচন বোর্ড ভোটগ্রহণ করবে। এই বোর্ডের প্রধান হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান এবং এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার।
সূত্র অনুযায়ী, বুধবার রাতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা স্বাক্ষর করেছেন নির্বাচন বোর্ড। তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন,
- ই-সুফিয়ানের প্রতিষ্ঠাতা মীর সাহেদ আলী,
- অর্পন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক,
- কিনলে ডটকম সিইও মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা,
- রিভেরি করপোরেশন লিমিটেডের কর্ণধার নাসিমা আক্তার নিশা,
- ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান,
- মেনসেন মিডিয়ার প্রতিষ্ঠাতা তৌহিদা হায়দার,
- দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম,
- ডায়াবেটিস স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন,
- বিক্রয়বাজার ডটকমের প্রতিষ্ঠাতা এস এম নুরুন নবী হাসান,
- ফোকাস ফ্রেম এর কর্ণধার মোঃ রুহুল কুদ্দুস ছোটন,
- পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান,
- ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা আম্বরীন রেজা,
- সেবা প্লাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক
- ক্লিন ফোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা মোঃ তাশদীখ হাবিব
- ব্রেকবাইটের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহনাফ,
- ইন্সট্র্যাক্টরি প্রতিষ্ঠাতা খোন্দকার রিফাত মোজাম্মেল হক,
- ক্র্যাফ্টসম্যান সল্যুশনের অংশীদার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম,
- যাচাই ডটকমের চেয়ারম্যান আব্দুল আজিজ,
- নওরিন’স মিররের প্রতিষ্ঠাতা হোসনেরা নুরি (নওরিন),
- বিজিডি অনলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: শফিকুল ইসলাম,
- ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার,
- এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সৈয়দ উসওয়াত ইমাম,
- পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল করিম অন্তু এবং
- টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সিইও সোরাব হোসেন।
এই প্রার্থীদের মধ্যে ১১ জন ঢাকার বিভিন্ন অঞ্চলে প্রচারণা শুরু করেছেন, বাকি ১৩ জন এসএমএস এবং ফোন করে ভোট চাইছেন। সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে প্রচারণা করছেন। তবে নির্বাচন শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ১,৩৬৪ জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে আগ্রহী।
সূত্র মতে, ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে (৫ম তলা) এবারের ভোট গ্রহণ হতে পারে। তবে নির্বাচন তফশীল অনুযায়ী এখনো স্থানটি নিশ্চিত করা হয়নি এবং প্রার্থী পরিচিতি সভাও তালিকায় নেই।
নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে গ্রুপ ভিত্তিক প্রার্থী পরিচিতি সভার সুযোগ রয়েছে। বোর্ড সকল প্রার্থীর কাছ থেকে সমান হারে চাঁদা সংগ্রহ করতে পারে। দ্বিতীয় কোনো প্যানেল না আসায় ভোটাররা এখনও ভোটের উত্তাপ বুঝতে পারছেন না। নির্বাচনে প্রতিশ্রুতির বিষয়ও এখনো পরিষ্কার নয়। স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ততটা দৃশ্যমান নয়। মাঠে এখন পর্যন্ত ব্যক্তি ইমেজের প্রার্থীরাই এগিয়ে আছেন।
কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।