জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বুধবার কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞান জাদুঘরের প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে কটিয়াদির গচিহাটা বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ভূমিকা’ শীর্ষক একটি বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুদিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে বিজ্ঞান জাদুঘরের একটি মিউজিয়াম বাস ও একটি মুভি বাস অংশগ্রহণ করে। বিজ্ঞান বক্তৃতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) এর ভূমিকা নিয়ে গভীর আলোচনা করে।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের মিউজিয়াম বাসের মাধ্যমে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর হাতে-কলমে শিক্ষা প্রদান করা এই কর্মসূচির উদ্দেশ্য। প্রান্তিক পর্যায়ের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করতে অনুঘটক হিসেবে কাজ করবে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বিজ্ঞান জাদুঘরের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”