বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রিতে বুধবার রাতে টেক সাংবাদিক, ইউটিউবার এবং পার্টনারদের সামনে অপো তাদের স্মার্টফোনে ‘এআই ঝলক’ প্রদর্শন করল। এই অনুষ্ঠানে এআই প্রযুক্তি এবং অনন্য ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তিনটি নতুন ফোন উন্মোচন করা হয়। ফোনগুলো ৩০টি ব্যাংক থেকে ইএমআই সুবিধায় কেনা যাবে।
দুবাইয়ের পরিবেশ তৈরি করে রেনো ১২ এফ সিরিজের ফোনের মাধ্যমে ছবি তুলে এবং বিভিন্ন ফিচার দেখে টয়া-শাওন জুটি বিস্ময় প্রকাশ করেন। রাফসান সাবাবের উপস্থাপনায়, ফোনটির ওপর শাওয়ার, তৈলাক্ত বার্গার, এবং চা ফেলে দিয়ে ফোনের সক্ষমতা প্রদর্শন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে অপোর অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং ফোন তিনটির মূল্য ঘোষণা করেন। তিনি জানান, রেনো ১২ এফ (৮জিবি) পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯০ টাকায়, রেনো ১২ এফ (১২জিবি) দাম হবে ৪২ হাজার ৯৯০ টাকা, এবং রেনো ১২ সিরিজের ৫জি ফোনের মূল্য হবে ৫৯ হাজার ৯৯০ টাকা।
অনুষ্ঠানে ফোনগুলোর ফিচার সম্পর্কে বিস্তারিত জানান প্রোডাক্ট ম্যানেজার জারা। তিনি বলেন, অপোর নতুন রেনো ১২ এফ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। অপোর অত্যাধুনিক প্রযুক্তির এই নতুন ফোনটি দিয়ে ভবিষ্যৎকে নতুনভাবে রাঙানো হবে। বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীরা অপোর নতুন রেনো সিরিজের এই অসাধারণ ফোনটি দিয়ে সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তুলতে পারবেন। অপো তাদের এআই প্রযুক্তি পৌঁছে দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে এই ফোনটি উন্মোচন করেছে, যা প্রযুক্তিগত উৎকর্ষের এক নতুন যুগের সূচনা করে। এই চমৎকার ফোনটিতে শক্তিশালী এআই এবং অসাধারণ ইমেজিং প্রযুক্তি রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো ১২ এফ প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডার করা গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগ এবং ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি বিনামূল্যে পেতে পারেন। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাবেন। ৩০টি ব্যাংকে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা এবং সোয়াপের মাধ্যমে ৫০০০ টাকার ক্যাশ অফারের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে অপো বাংলাদেশ ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করে।