চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব জি এস এম জাফরউল্লাহ এবং চুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বুধবার (৩ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, শিফট প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব সৈয়দ জহুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব মোহাম্মদ মোখতার আহমেদ, উপ-পরিচালক প্রকৌশলী নরোত্তম পাল এবং দে টেম্পেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহসেনা খানমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি.এস.এম. জাফর উল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজনেস ইনকিউবেটর ধারণাটি আমাদের দেশে নতুন। এ ধরনের ইনকিউবেটরগুলি ভারতের আইআইটি হায়দারাবাদ এবং সিলিকন ভ্যালির মডেলে প্রতিষ্ঠা করা হয়েছে। ইন্ডাস্ট্রি ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করতে বিজনেস ইনকিউবেটরগুলি সময়োপযোগী পদক্ষেপ।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে আইটি বিজনেস ইনকিউবেটর অবকাঠামো অগ্রণী ভূমিকা রাখবে। এখানে শিক্ষার্থীদের আইডিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে।”
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি.এস.এম. জাফর উল্লাহ শিফট প্রকল্পের আওতায় সাইবার সিকিউরিটি ল্যাব ও স্টুডেন্ট টু স্টার্ট-আপ ভেঞ্চারস কর্তৃক স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের কনটেন্ট ল্যাব উদ্বোধন করেন। এছাড়াও স্টার্টআপ ফাইন্যান্স, সাইবার সিকিউরিটি, এবং এআই ভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
একই দিনে “স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে উদ্যোক্তাদের উৎসাহিতকরণ” শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্যানেলিস্ট ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব জি এস এম জাফরউল্লাহ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এবং শিফট প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠানের মডারেটর ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।