ডিজিটাল বৈষম্য ঘুচতে সজাগ থাকার আহ্বান

সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তাঁর বক্তব্যে অংশীজনদের প্রতি আহ্বান জানান যেন দেশে ডিজিটাল বৈষম্য সৃষ্টি না হয়। এ জন্য সরকার আইসিটি সেক্টরকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ডিজিটাল বৈষম্য ঘুচতে সজাগ থাকার আহ্বান

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে মঙ্গলবার (২ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তাঁর বক্তব্যে অংশীজনদের প্রতি আহ্বান জানান যেন দেশে ডিজিটাল বৈষম্য সৃষ্টি না হয়। এ জন্য সরকার আইসিটি সেক্টরকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় ক্যাশলেস টোল ব্যবস্থাপনা, ইন্টারঅপারেবল ডিজিটাল প্লাটফর্ম বিনিময়, আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, গুরুত্বপূর্ণ প্রকল্পে বিদেশী কোম্পানির সঙ্গে দেশী কোম্পানির যৌথ অংশীদারিত্ব, স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় ই-মিউটেশন ও দলিল নিবন্ধনের মধ্যে সংযোগ স্থাপন, শেয়ার্ড হেলথ রেকর্ড বাস্তবায়ন, সিঙ্গেল রেজিস্ট্রি-এমআইএস ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং বিভিন্ন বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিজিটাল বৈষম্য ঘুচতে সজাগ থাকার আহ্বান

অনলাইনে সংযুক্ত থেকে বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, এটুআই প্রকল্পের পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, স্টার্টআপ কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ প্রমুখ। স্মার্ট বাংলাদেশের বিভিন্ন রূপকল্প নিয়ে প্রেজেন্টেশন দেন এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী।

সূত্রমতে, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে সংযুক্ত ছিলেন। এদের মধ্যে আইসিটি রফতানি লক্ষ্যমাত্রা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বেসিস সভাপতি।

আরও পড়ুন:  অর্থ প্রতিমন্ত্রী : সরকার প্রয়োজনীয় আইন তৈরি করছে বাণিজ্য ডিজিটালাইজড করতে

এর আগে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৪ আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতিমূলক সভা করেন প্রতিমন্ত্রী পলক। সভায় প্রস্তাবিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। একই দিনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাব্বির আহমেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।