রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুর-১০ এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে দক্ষিণ এশিয়ার সেরা আইটি ইনস্টিটিউট হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি। শিক্ষাবিদ ও খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে কেক কেটে সোমবার (১ জুলাই) নতুন এই শাখাটির উদ্বোধন করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন।
এসময় ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ ও ক্রিয়েটিভ পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, বিইউবিটি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলী নূর, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম, ফিউচার আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ ইফতি, বিএসডিআই নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, এবং বিইউবিটি’র ডেপুটি ডিরেক্টর মেসবাউল হাসান প্রমুখ।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন, বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনে সহায়তা করে জনশক্তিতে রূপান্তরের অভিযাত্রায় তাদেরকে আরো এগিয়ে নিতে আইটিতে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে নতুন শাখাটি বিশেষ অবদান রাখবে।
উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করে ক্রিয়েটিভ আইটি ইতিমধ্যে ৭০ হাজারেরও অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ করে দিচ্ছে।