ইউএস-বাংলার ফুডি অনলাইনে খাবার ডেলিভারি শুরু করলো

ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে ফুডির আত্মপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারি, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করছে এক ঝাঁক শিক্ষিত তরুণ রাইডার।

ইউএস-বাংলার ফুডি অনলাইনে খাবার ডেলিভারি শুরু করলো

এবার অনলাইন ফুড ডেলিভারি ব্যবসায় প্রবেশ করল বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স। তারা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে রাইডার ভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারি সেবা “ফুডি” চালু করেছে।

বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চায়ের শহর সিলেট, নান্দনিক রাজশাহী, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে কার্যক্রম শুরু করেছে। ফুডি প্ল্যাটফর্মে ইতিমধ্যে ৪০০০ এর অধিক রেস্টুরেন্ট ও শপ পার্টনার লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে যুক্ত হয়েছে। অচিরেই দেশের সব জেলা শহরে বিস্তৃত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।

তিনি আরও জানান, ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে ফুডির আত্মপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারি, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করছে এক ঝাঁক শিক্ষিত তরুণ রাইডার। বিভিন্ন স্পেশাল দিবসকে আরও বিশেষ করতে প্রিয়জনকে নানাবিধ তাজা ফুল উপহার দেয়ার নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। দেশী-বিদেশী ফুল ডেলিভারির নতুন সম্ভার নিয়ে এসেছে ফুডি। পরিকল্পনা ও বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছে ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায় ফুডিতে ১০০০ এর অধিক নিজস্ব রাইডার ও ৫০০ এর অধিক ফ্রিল্যান্স রাইডার যুক্ত হয়েছে।

SHARE
আরও পড়ুন:  ৫৯ বিজয়ী প্রথম ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে ৩৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।