মুঠোফোনেই লেখাপড়া, কাজ সংক্রান্ত ইমেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ ও বিনোদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এই জন্য ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত স্মার্টফোন আনতে যাচ্ছে ভিভো। ওয়াই ২৮ মডেলে এই সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও ব্যাটারির চার্জ শেষ হবে না, এমন স্মার্টফোন প্রত্যাশা করেন সবাই। সেই চাহিদা পূরণ করতে ভিভো ওয়াই ২৮ ফোনের ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে উপভোগ করতে পারবেন ইচ্ছেমতো ছবি তোলার স্বাধীনতা। ফোনটিতে থাকছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ, ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ৪৮ মাসের স্মুথ পারফরম্যান্স। ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে কাটানো সেরা মুহূর্ত বা ক্লাসের লেকচার যত খুশি ভিডিও রেকর্ড করতে পারবেন।
তবে কবে নাগাদ ফোনটি বাজারে আসবে তা স্পষ্ট করেনি ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ। তারা শুধু বলেছে, এমন একটি অসাধারণ পারফরম্যান্সের স্মার্টফোনকে নিজের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পেতে প্রস্তুত হোন। কারণ শিগগিরই বাজারে আসছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮!