স্মার্ট পে পার্কিং চালু বন্দরনগরীতে

রোববার (৩০ জুন) হোটেল আগ্রাবাদের ইছামতী হলে মেয়র রেজাউল করিম চৌধুরী স্মার্ট পে পার্কিং উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ও সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ।

স্মার্ট পে পার্কিং চালু বন্দরনগরীতে

বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অ্যাপসের মাধ্যমে গাড়ি পার্কিং কার্যক্রম শুরু হয়েছে। ‘ইয়েস পার্কিং’ অ্যাপসের মাধ্যমে স্মার্ট পে পার্কিং সুবিধা উপভোগ করতে পারবেন নগরবাসী। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পে পার্কিং চালু থাকবে। এই পাইলট প্রকল্পে নগরীর সিলভার স্পুনের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে ১৭৭টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে বাণিজ্যিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বি-ট্র্যাক সলিউশন।

রোববার (৩০ জুন) হোটেল আগ্রাবাদের ইছামতী হলে মেয়র রেজাউল করিম চৌধুরী স্মার্ট পে পার্কিং উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ও সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, শাহীন আক্তার রোজী, রুমকি সেনগুপ্ত, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জসিম উদ্দিন, চসিকের পক্ষে পে-পার্কিং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সহকারী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন, বি-ট্র্যাক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী, হেড অব সেলস সিরাজ উদ্দিন, ডেপুটি ম্যানেজার মো. শাহ ফারুক ও সিনিয়র এক্সিকিউটিভ সরোয়ার হোসেন চৌধুরী, তারিকুল ইসলাম প্রমুখ।

বি-ট্র্যাক সলিউশনের প্রকল্প প্রধান সাফায়েত আবদুল্লাহ জানিয়েছেন, ইয়েস পার্কিং মোবাইল অ্যাপের মাধ্যমে পার্কিং সুবিধা এবং ডিজিটাল কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। নাগরিকরা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই পার্কিং নিশ্চিত করতে পারবেন, এতে সময়ের অপচয় এবং দুশ্চিন্তা কমবে। পে পার্কিং এলাকায় সিসিটিভি এবং নিজস্ব এজেন্ট থাকবে। যাদের স্মার্ট ফোন নেই, তারা এজেন্টের সহায়তায় বুকিং এবং নগদে ফি পরিশোধ করতে পারবেন।

SHARE
আরও পড়ুন:  সাড়ে ৫ কোটি টাকা পুরস্কার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে!

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।