অনেক আগে থেকেই যেকোনো ওয়েবসাইটের কনটেন্ট শোনার ফিচার বিদ্যমান। লিসেন টু দিস পেজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারেন। এবার গুগল অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ফিচার যোগ করতে যাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটের কনটেন্ট ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে সক্ষম হবেন। গুগলের মতে, নতুন ফিচারের ফলে লিসেন টু দিস পেজ অপশনটির ব্যবহার বাড়বে। খবরটি এসেছে অ্যান্ড্রয়েড অথরিটি থেকে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্রোমে অডিওবুকের মতো ওয়েব পেজ পড়ে শোনার সুবিধা পান। এ সময় স্ক্রিনের নিচে একটি মিনি-প্লেয়ারও দেখা যায়। ব্যবহারকারীরা চাইলে ওয়েব পেজ পড়ে শোনানোর ভয়েস কন্ট্রোল করতে পারেন। তবে ফিচারটি কেবল ক্রোম অ্যাপটি খোলা থাকা অবস্থায় কাজ করে। গুগল ক্রোম থেকে অন্য অ্যাপে চলে গেলে এই সুবিধাটি বন্ধ হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক নামে নতুন এ ফিচারটি চালু না থাকলেও ব্যবহারকারীকে আর্টিকেল পড়ে শোনার সুবিধা দেবে। প্রযুক্তি ওয়েবসাইট এমএস পাওয়ারইউজার প্রথম এই ফিচার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। আগে থেকেই ক্রোমের ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের ফিচারটি রয়েছে।