প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬: পরিচালক পদপ্রার্থী রিফাত এম হক
Warning: Undefined variable $lead_photo in
/home/talkbart/public_html/wp-content/plugins/print-bangla-news/templates/print.php on line
72ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর জন্য পরিচালক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিফাত এম হক। তিনি একজন সফল উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সার হিসেবে ইতিমধ্যেই নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান "ইনস্ট্রাক্টরি" এআই এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রিফাত এম হকের প্রার্থীতা:
রিফাত এম হক তার প্রার্থীতা নিয়ে বলেন, "বর্তমান সময়ে একজন ব্যবসায়ী হিসেবে কাজ করতে হলে আপনাকে অত্যন্ত স্মার্ট এবং দক্ষ হতে হবে। নিজের প্রোডাক্ট এবং এআই কন্টেন্টের সমন্বয়ে ব্র্যান্ডের একটি শক্তিশালী ডিজিটাল উপস্থিতি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই সকল বিষয় নিয়েই কাজ করতে আগ্রহী এবং ই-ক্যাবের মাধ্যমে এই সকল অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে চাই।"
রিফাতের পরিচয় ও অভিজ্ঞতা:
রিফাত এম হক বিগত ৯ বছর ধরে এডটেক ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করেছেন এবং চারটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন, যার মধ্যে দুটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, একটি ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি এবং অন্যটি অনলাইন শপ। এখন পর্যন্ত রিফাত এবং তার কোম্পানি "ইনস্ট্রাক্টরি" প্রায় ৪৫,০০০ মানুষকে সরাসরি স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছে। তিনি বিগত ৬ বছর ধরে ইক্যাবের সদস্য এবং ৪ বছর আগে এডটেক স্ট্যান্ডিং কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
ই-ক্যাবের মেম্বারদের জন্য রিফাতের পরিকল্পনা:
রিফাত এম হক তার এবারের নির্বাচনের লক্ষ্য সম্পর্কে বলেন, "আমার এবারের নির্বাচনের লক্ষ্য একটাই, আর তা হলো ইক্যাবের সকল মেম্বারদের জন্য স্কিল ডেভেলপমেন্টকে সহজীকরণ। বিশেষ করে নতুন মেম্বার এবং যারা নিজের একটি ইকমার্স ব্যবসা শুরু করেছেন তাদের জন্য। আমি নির্বাচিত হলে ইক্যাবের নতুন এবং পুরাতন সকল মেম্বারদের জন্য নিচের কাজগুলো করবো ইন শা আল্লাহ:
- সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ সৃষ্টি করা
- সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ, যেখানে আলোচনা করা হবে কিভাবে আপনি আপনার প্রোডাক্টকে অনলাইনে সেল করবেন, কিভাবে টার্গেট মার্কেট এনালাইসিস করবেন, এবং কিভাবে কন্টেন্ট সাজাবেন।
- যারা ব্যবসা শুরু করেছেন কিন্তু নিজেদের কোনো ওয়েবসাইট নেই তাদের জন্য সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরী করা হবে (ডোমেইন/হোস্টিং ব্যতীত)।
- ডিজাইন কিংবা পোস্টার রিলেটেড ১ মাসের সম্পূর্ণ ফ্রি সাপোর্ট।
- ফ্রি ইন্সপেকশন করা হবে প্রতিটি মেম্বারদের ফেসবুক পেজ (যাদের প্রয়োজন হবে)।
- যারা অফলাইনে ব্যবসা করছেন কিন্তু অনলাইনে ডিজিটালি নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতে চাচ্ছেন তাদের জন্য অনলাইন বুস্টিং এবং বিভিন্ন ক্যাম্পেইন কিভাবে রান করবেন সেই রিলেটেড ২ মাসের ফ্রি অনলাইন স্কিল ডেভেলপমেন্ট আয়োজন করা হবে।
- নিজস্ব কোম্পানি প্রোফাইল কিংবা ইনভেস্টমেন্ট পিচ ডেক কিভাবে বানাবেন তা নিয়ে অনলাইন ওয়ার্কশপ করা হবে।
- ছোট কিংবা বড় কনফারেন্স কিংবা ইভেন্টের মাধ্যমে মেম্বারদের একটি ভালো মিটআপ এর ব্যবস্থা করা হবে।
নেতৃত্ব এবং অর্জন:
- রিফাত এম হকের প্ল্যাটফর্ম ইনস্ট্রাক্টরি ২০২২ সালে EdTech ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদানের জন্য "বেস্ট ইলার্নিং প্লাটফর্ম" হিসেবে ন্যাশনাল পুরস্কার পেয়েছে।
- ইনস্ট্রাক্টরি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক আছে এবং যারা প্রত্যেকেই টপ লেভেল আইটি প্রফেশোনাল এবং একাডেমিক টিচার হিসেবে কাজ করছেন, প্রায় ২৮০ জন শিক্ষক কাজ করছেন এই প্ল্যাটফর্মে।
- বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং কমিউনিটি "ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ" এর অ্যাডমিন হিসেবে কাজ করছেন যেখানে বাংলাদেশের ৭ লক্ষ+ ফ্রিল্যান্সাররা মেম্বার হিসেবে আছেন।
- টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে এবং বাংলাদেশের প্রথম কমিউনিটি লিডার হিসেবে USA এর সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন ২০১৬ সাল থেকে।
- প্রায় ৩০০০ মানুষকে নিয়ে এশিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং কনফারেন্স NFCON2023 আয়োজন করেছেন ২০২৩ সালে।
- ৪৫০০০+ মানুষকে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা করেছেন।
নিজের এবং নিজের কোম্পানির সকল এক্সপেরিয়েন্স গুলো নিয়ে ইক্যাবের সকল মেম্বারদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।
কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।