স্বাধীনতা পরবর্তী স্থাপিত বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব, ঢাকা নর্থ ওয়েস্টের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ ইলমুল হক সাজিব আজকের দিনে সফলতার সাথে তাঁর কার্যকালের সমাপ্তি করতে যাচ্ছেন। এই এক বছরে তিনি ক্লাবের লক্ষ্য অনুযায়ী ১ লক্ষেরও বেশি মানুষের জীবনে ১০৮টিরও বেশি প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে প্রভাব ফেলেছেন।
মোহাম্মদ ইলমুল হক সাজিব বলেন,
"আলহামদুলিল্লাহ, বছর শুরুর টার্গেট অনুযায়ী আমরা ১ লক্ষেরও বেশি মানুষের জীবনে প্রভাব ফেলতে পেরেছি। এটি সম্ভব হয়েছে ক্লাবের সকল সদস্য, ফরমার ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিজি আশরাফুজ্জামান নান্নু ভাই সহ ডিস্ট্রিক্টের সম্মানিত রোটারীয়ান বৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতায়।"
এই বছরটি ছিলো ক্লাবের জন্য এক বিশেষ সাফল্যের বছর। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের নানাবিধ উন্নয়নমূলক কাজ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ক্লাবের উল্লেখযোগ্য অবদান রয়েছে। মোহাম্মদ ইলমুল হক সাজিব ক্লাবের সকল সদস্য ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, "দোয়া করবেন, সমাজের তথা দেশের প্রতি এ কাজ যেন সারাজীবন চালিয়ে যেতে পারি।"
এই সাফল্যের মধ্য দিয়ে ঢাকা নর্থ ওয়েস্ট রোটারী ক্লাব সামাজিক উন্নয়নের পথে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। ক্লাবটি আগামী দিনগুলোতেও সমাজের কল্যাণে কাজ করে যাবে এবং আরও বড় পরিসরে মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবে।
#Rotary #DhakaNorthWest