বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এই বছর তাদের পথচলার দশকপূর্তি উদযাপন করছে। ১২-১৫ জুলাই কক্সবাজারের লং বিচে দিনব্যাপী অষ্টাদশ বিডিনগ সম্মেলন এবং তিন দিনের টেকনিক্যাল প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের মাধ্যমে এই দিবসটি স্মরণীয় করে রাখতে চায় সংগঠনটি। এ উপলক্ষে সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব শুক্রবার নিশ্চিত করেছেন, কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং, এবং এডভান্সড বিজিপি এবং আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
তিনি বলেছেন, সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে স্থানীয় প্রকৌশলীদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশের ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমাদের আশা।
বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং দেশের জন্য উন্নততর ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্যে আমরা নিয়মিত এই সম্মেলন আয়োজন করে আসছি। ১০ বছর আগে যখন আমরা এই সম্মেলন শুরু করি, তখনকার তুলনায় এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও দক্ষ। এই দক্ষ মানবসম্পদ তৈরিতে বিডিনগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, “নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন হচ্ছে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরি দক্ষ প্রকৌশলীরা ইতোমধ্যে বিদেশে কর্মক্ষেত্র তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে। আমরা আশা করি, যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবো।”
বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত বলেন, “দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। ফলে গত কয়েক বছর আমরা আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি দেখতে পাচ্ছি। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
আইএসপিএবি সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুঁইয়া বলেন, “এই সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিরাপদে ইন্টারনেট সেবা প্রদানে ভূমিকা রাখছে। যত বেশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, তত বেশি নিরাপদ ও সুবিধাজনক ইন্টারনেট সেবা প্রদান করতে পারবো।”