ঢাকা, ২৭ জুন ২০২৪: আসন্ন ই-ক্যাব (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন ২০২৪-২৬ এর জন্য পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ক্লিন ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসদীখ হাবীব। আলহামদুলিল্লাহ ❤️ লিখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তাসদীখ হাবীবের অংশগ্রহণ ই-ক্যাব সদস্যদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
তিনি ২০১৪ সালে ই-ক্যাবে যোগদান করেন একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে। ২০১৫ সালে আয়োজিত ই-ক্যাবের প্রথম ট্রেনিং এর উনি ট্রেইনার ছিলেন। তাছাড়া তিনি ২০২০-২০২২ মেয়াদে ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন।
তাসদীখ হাবীব তার মনোনয়ন জমা দেওয়ার পর বলেন, "আসন্ন ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর পরিচালক পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলাম। আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।" তিনি আরও বলেন, "আপনাদের সকলের দোয়া প্রার্থী।"
তাসদীখ হাবীব, ক্লিন ফোর্সের সিইও হিসেবে পরিচিত, তিনি তার নেতৃত্বে ক্লিন ফোর্সকে দেশের অন্যতম অনলাইনভিত্তিক পরিচ্ছন্নতা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সেবামূলক মানসিকতা তাকে ই-ক্যাবের পরিচালক পদে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
তাসদীখ হাবীব তার নির্বাচনী প্রচারাভিযানে ই-ক্যাবের সদস্যদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরেছেন:
ই-ক্যাবের আসন্ন নির্বাচন ই-কমার্স খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশের ই-কমার্স শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাসদীখ হাবীবের প্রার্থিতা ই-ক্যাব সদস্যদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে তাসদীখ হাবীব তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন এবং ই-ক্যাব সদস্যদের সমর্থন কামনা করেছেন। তিনি ই-কমার্স খাতের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং উদ্যোগগুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ই-ক্যাবের নেতৃত্বে নতুন পরিচালনা কমিটি আসবে, যারা আগামী দুই বছর ই-কমার্স খাতের উন্নয়নে কাজ করবে। তাসদীখ হাবীবের অংশগ্রহণ এই নির্বাচনে নতুন দৃষ্টিকোণ এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
/টকবার্তা