অ্যামাজনের মেতিস মাঠে নেমেছে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে

অন্যান্য চ্যাটবটের মতোই ওয়েব ব্রাউজারের মাধ্যমে মেতিস ব্যবহার করা যাবে। অ্যামাজনের এই চ্যাটবট মেতিস প্রয়োজনীয় সাপোর্ট পাবে অ্যামাজনের নিজস্ব এআই মডেল অলিম্পাস থেকে। চ্যাটজিপিটির মতোই ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে মেতিস। পাশাপাশি এটি ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন ও প্রয়োজনীয় ছবিও সরবরাহ করবে।

অ্যামাজনের মেতিস মাঠে নেমেছে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে

এবার চ্যাটজিপিটিকে প্রতিদ্বন্দ্বিতা করতে উদ্যোগ নিয়েছে অ্যামাজন। প্রযুক্তি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ই-কমার্স জায়ান্টটি অত্যন্ত গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। খবরটি প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যামাজনের এ প্রকল্পের কোড নেম ‘মেতিস’। গ্রিক পুরাণের জ্ঞান ও প্রজ্ঞার দেবী মেতিসের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে।

বিজনেস ইনসাইডারের রিপোর্টে বলা হয়েছে, অন্যান্য চ্যাটবটের মতোই ওয়েব ব্রাউজারের মাধ্যমে মেতিস ব্যবহার করা যাবে। অ্যামাজনের এই চ্যাটবট মেতিস প্রয়োজনীয় সাপোর্ট পাবে অ্যামাজনের নিজস্ব এআই মডেল অলিম্পাস থেকে। চ্যাটজিপিটির মতোই ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে মেতিস। পাশাপাশি এটি ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন ও প্রয়োজনীয় ছবিও সরবরাহ করবে।

মেতিসের বিশেষত্ব হলো এর ‘রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন’ বা আরএজি প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা। এর মাধ্যমে চ্যাটবট মেতিস অলিম্পাস মডেলের বাইরে থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে।

অর্থাৎ, এটি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য থেকে শুরু করে বৈজ্ঞানিক তথ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে অপেক্ষাকৃত নির্ভুল তথ্য সরবরাহ করতে পারবে। যেখানে অন্যান্য চ্যাটবট এখনও এই ক্ষেত্রে ভুল ও অপর্যাপ্ত তথ্য দিচ্ছে।

এ ব্যাপারে অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি সম্প্রতি বলেছেন, তাদের এই এআই উদ্যোগ থেকে বছরে এক বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রয়েছে। এছাড়াও, আগামী কয়েক বছরের মধ্যে এই খাত থেকে বহু বিলিয়ন ডলারের আয়ের প্রত্যাশার কথাও জানান তিনি।

SHARE
আরও পড়ুন:  যৌথ মনিটরিং টিম গঠনের আহ্বান দুর্যোগে নিরবিচ্ছিন্ন টেলি-নেট সেবা সচল রাখতে

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।