ওয়ানপ্লাস ফাইভজি ফোন বাংলাদেশের বাজারে

ডিভাইসটিতে ওআইএস (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকভাবে উন্নত করা হয়েছে।

ওয়ানপ্লাস ফাইভজি ফোন বাংলাদেশের বাজারে

বাংলাদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে সোমবার (২৪ জুন)। বুধবার থেকে দেশে ওয়ানপ্লাসের সকল রিটেইল স্টোর ও অফলাইন চ্যানেল এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারের সকল ক্রেতা ওয়ানপ্লাসের আকর্ষণীয় গিফট বক্স পাবেন। তবে, অফলাইন স্টোর থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্রতে অংশ নিয়ে আরেকটি ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি অথবা ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ জিতে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে।

ডিভাইসটি মেগা ব্লু ও সুপার সিলভার, এই দুটি রঙে পাওয়া যাবে। ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি রমের ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনটির দাম শুরু হবে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে আগামী ২৫ জুন, চলবে ৬ জুলাই পর্যন্ত।

নির্মাতাদের মতে, ফোনটি মাত্র ৫২ মিনিটেই ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে। একবার পুরো চার্জ করে স্বাভাবিক ব্যবহারে ২ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। একইভাবে দ্রুততম ফাইল শেয়ারিং, উন্নত গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত দ্রুতগতির ডাউনলোড স্পিড নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ কানেক্টিভিটি নিশ্চিত করবে।

ডিভাইসটিতে ওআইএস (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকভাবে উন্নত করা হয়েছে।

SHARE
আরও পড়ুন:  গুগল জিমেইল অ্যাকাউন্ট ডিলিট হওয়া ঠেকানোর উপায় কি?

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।