যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মূলত মার্কিন ‘গুপ্তচরবৃত্তি’ আইন লঙ্ঘনের দায় স্বীকার করার চুক্তির ভিত্তিতে তাকে মুক্তি দেয়া হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে তার দীর্ঘ আইনি সংগ্রামের সমাপ্তি ঘটেছে।
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ‘জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। তাদের দাবি ছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের নথি ফাঁস করে উইকিলিকস বহু মানুষের জীবনকে বিপন্ন করেছে।
গত পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে বন্দি অবস্থায় থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পর তিনি মুক্তি পেয়ে যুক্তরাজ্য ছেড়েছেন বলে উইকিলিকস জানিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী অ্যাসাঞ্জকে আর যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না। যুক্তরাষ্ট্রে যে অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল, সেই অপরাধ তিনি স্বীকার করে নিয়েছেন বলে গণ্য হবে এবং যুক্তরাজ্যে কারাবন্দি থাকার সময়কে তার সাজা হিসেবে বিবেচনা করা হবে।
যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অ্যাসাঞ্জ তার জন্মস্থান অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে মার্কিন বিচার বিভাগের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।