টেলিটকের আয় ৫১৮ কোটি ও আলাপের আয় ২৮ কোটি টাকা ২০২২-২৩ অর্থ বছরে

বিটিসিএল, টেলিটক ও টেশিসের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সভায় বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী এবং টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন

টেলিটকের আয় ৫১৮ কোটি ও আলাপের আয় ২৮ কোটি টাকা
টেলিটকের আয় ৫১৮ কোটি ও আলাপের আয় ২৮ কোটি টাকা ২০২২-২৩ অর্থ বছরে

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে পৃথকভাবে বিটিসিএল, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী এবং টেশিসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

উপস্থাপনায় জানানো হয়, গত এপ্রিল পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা ছিল সাড়ে ৬৫ লাখ। আর ২০২২-২৩ অর্থবছরে আয় করেছে ৫১৮ কোটি টাকা। অপারেটরটির মোট ৫৬৬১টি টাওয়ারের মধ্যে ৫টি থ্রিজি ও ৪জি টাওয়ার রয়েছে। তবে ২জি ও ৪জি টাওয়ার আছে ১২০১টি। এই টাওয়ারগুলো ছাড়া বাকি সব টাওয়ারই ৩জি বন্ধ করে ৪জি তরঙ্গে স্থানান্তর করা হচ্ছে। এছাড়াও ‘আলাপ’ অ্যাপটির পরীক্ষামূলক বৈশ্বিক উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বিটিসিএল। এই অ্যাপটি এখন ২০ হাজার সাবসক্রাইবার একইসঙ্গে ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে এই অ্যাপে ৬০৯ মিনিট পেইড কল থেকে প্রায় ২৮ কোটি টাকা আয় হয়েছে।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো: মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অব্যবহৃত সম্পদের ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিদ্যমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় বিটিসিএল, টেলিটক এবং টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অব্যবহৃত সম্পদের যথাযথ ব্যবহার, অপারেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং সর্বোপরি দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় বিটিসিএলের অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সংখ্যা বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার পরিধি বাড়ানো এবং অন্যান্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন জুনাইদ আহমেদ পলক। অনুরূপভাবে, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থাকে সম্পদ ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি বলেছেন, টেলিযোগাযোগ খাতের লোকসানি প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। দক্ষতা, আন্তরিকতা এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিটিসিএল, টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

SHARE
আরও পড়ুন:  বিশ্বে ফাইভজি ব্যবহারকারী ৫৬০ কোটি ছাড়াবে ২০২৯ নাগাদ

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।