আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইআইজিএবি) নতুন নির্বাহী কমিটি (ইসি) নির্বাচন করেছে। ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বিশিষ্ট পেশাজীবিরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দুই বছরের জন্য (২০২৪-২৬) নির্বাচিত কমিটিতে সদস্য সংখ্যা ১১ জন। আশা করা হচ্ছে সদস্যদের অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব আইআইজিবিকে নতুন সাফল্যের পথে এগিয়ে নেবে। নতুন নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সভাপতি হয়েছেন আমিনুল হাকিম (বিডি হাম লিমিটেড), মহাসচিব আহমেদ জুনায়েদ (লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেড), জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ সালাম (স্কাই টেল কমিউনিকেশন লিমিটেড), সহ-সভাপতি মইনুল হক সিদ্দিকি (পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড), যুগ্ম সচিব মক্তবুর রহমান (ইন্ট্রাগ্লোব কমিউনিকেশনস লিমিটেড) প্রমুখ। নবনির্বাচিত কমিটি জানিয়েছে তারা ইন্ডাস্ট্রির মূল চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা, অনুকূল নীতির জন্য সমর্থন এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রস্তুত। তাদের এজেন্ডার মধ্যে রয়েছে ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, সাইবার সিকিউরিটির প্রচার এবং সব নাগরিকের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা।
আইজিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল হাকিম বলেছেন, ‘আমরা বাংলাদেশের একটি শক্তিশালী ও উদ্ভাবনী ইন্টারনেট ইকোসিস্টেম গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের ফোকাস থাকবে প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা নেয়া, নীতিমালা সংস্কার এবং আমাদের ডিজিটাল সমাজের পরিবর্তনশীল চাহিদা পূরণ।’