রবি নাম ‘বদলাচ্ছে’

মোবাইল ফোন অপারেটর ‘রবি আজিয়াটা লিমিটেড’ থেকে ‘রবি আজিয়াটা পিএলসি’ নাম ধারণ করতে যাচ্ছে।

রবি নাম ‘বদলাচ্ছে’
রবি নাম ‘বদলাচ্ছে’

মোবাইল ফোন অপারেটর ‘রবি আজিয়াটা লিমিটেড’ থেকে ‘রবি আজিয়াটা পিএলসি’ নাম ধারণ করতে যাচ্ছে। কোম্পানিটি তাদের বোর্ড মিটিংয়ে ইতোমধ্যেই এ অনুমোদন গ্রহণ করেছে। সভার কার্যবিবরণীসহ বিটিআরসিতে এই পরিবর্তনের জন্য আবেদন করেছে তারা। বিটিআরসির লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে রবিই প্রথম ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা ‘পিএলসি’তে নাম পরিবর্তন করছে। রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, আরও বেশি কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্যই তারা কোম্পানির নামে ‘পিএলসি’ যোগ করছেন। বিটিআরসির সংশ্লিষ্ট এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, কিছু শর্তসাপেক্ষে তারা এই নাম পরিবর্তন বা ‘পিএলসি’ করার অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছেন। ‘যেখানে লাইসেন্সের শর্ত ও সকল দায়দায়িত্ব একই থাকবে, নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট সব কাগজপত্র বিটিআরসিকে জমা দিতে হবে’ বলেন তিনি। বর্তমানে রবিতে আজিয়াটা গ্রুপ বারহাদ অব মালয়েশিয়ার স্টেক ৬১ দশমিক ৮২%, ভারতী এয়ারটেল অব ইন্ডিয়ার স্টেক ২৮ দশমিক ১৮% এবং বাকি ১০% স্টেকহোল্ডার সাধারণ জনগণ।

২০২০ সালের ২৪ ডিসেম্বর আইপিও নিয়ে শেয়ারবাজারে আসে কোম্পানিটি। ১৯৯৭ সালে ‘একটেল’ ব্র্যান্ড নামে বাংলাদেশে যাত্রা শুরু করে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ)। পরবর্তীতে ২০১০ সালে কোম্পানিটির নতুন ব্র্যান্ড নাম হয় ‘রবি’ এবং কোম্পানির নাম পরিবর্তিত হয়ে ‘রবি আজিয়াটা লিমিটেড’ হয়। এরপর এয়ারটেল বাংলাদেশ’র সাথে একীভূত হওয়ার পর ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তারা।

এলটিডি ও পিএলসি: বিশ্বে পাবলিক লিমিটেড কোম্পানিকে সংক্ষেপে ‘পিএলসি’ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ‘এলটিডি’ দ্বারা চিহ্নিত করা হয়। এই দুই ধরনের প্রতিষ্ঠানের প্রধান পার্থক্য হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়, ব্যক্তিগতভাবে তা কেনাবেচা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ এর শেয়ার নিতে পারে না। অন্যদিকে, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সহজে কেনাবেচা করা যায় এবং সাধারণ মানুষ এর শেয়ার কেনাবেচা করতে পারে। আমাদের দেশে শেয়ারবাজারে থাকা অনেক কোম্পানিই তাদের নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করে। লিমিটেডকে এলটিডি দ্বারা প্রকাশ করা হয়। যদিও এর মানে, এটি প্রাইভেট কোম্পানি খাত বিশেষজ্ঞরা মনে করেন এটি বহুল প্রচলিত একটি ভুল। এজন্য ২০২০ সালে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি শনাক্ত করতে একটি নতুন ধারা যোগ করা হয়। ওই ধারায় বলা হয়েছে যে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ শনাক্ত করতে তাদের নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা পিএলসি লিখতে হবে।

SHARE
আরও পড়ুন:  আবহাওয়ার ওয়েবসাইট ৫ ঘণ্টা পর উদ্ধার

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।