বহুল প্রতীক্ষিত রেডমি ১৩ বাজারে এনেছে শাওমি। ‘স্টাইল বানাই, দুনিয়া কাঁপাই’ স্লোগান নিয়ে আসা নতুন এ স্মার্টফোনে রয়েছে অভিনব বৈশিষ্ট্য ও অনন্য নকশা, যা তরুণদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। বাজারে স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। রেডমি ১৩ তে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী সুপার-ক্লিয়ার প্রধান ক্যামেরা। এর ৩ঢ ইন-সেন্সর লসলেস জুম দিবে অসাধারণ ঝকঝকে ছবি। এর পিছনের ক্যামেরা কম আলোতেও চমৎকার ছবি তুলতে সক্ষম। এর সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।
এর গ্লাস ব্যাক চারটি রঙে পাওয়া যাবে। ফোনটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং এর ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ-সিঙ্কসহ ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে নিরবিচ্ছিন্ন ব্যবহারের অভিজ্ঞতা দেবে।
মিডিয়াটেক হেলিও জি ৯১ আল্ট্রা চিপসেট এবং শাওমি হাইপারওএস সমৃদ্ধ রেডমি ১৩ চমৎকার পারফর্মেন্স দেবে। ফোনটিতে রয়েছে ৫০৩০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৭০ মিনিটেই ব্যাটারি পুরোপুরি চার্জ হবে।
দুটি ভ্যারিয়েন্টে রেডমি ১৩ বাজারে এনেছে শাওমি। এর মধ্যে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতার ফোনটির মূল্য ১৭,৯৯৯ টাকা।
১৮