দুই সপ্তাহের ভিতর চালু হতে যাচ্ছে .bd ও .বাংলা ডোমেইন

ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ডোমেইন নীতিমালা ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। আশা করি, মন্ত্রী মহোদয় এর নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই এটি বাস্তবায়ন করব।

দুই সপ্তাহের ভিতর চালু হতে যাচ্ছে .bd ও .বাংলা ডোমেইন

বিশ্বব্যাপী ডোমেইনের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ। এর মাধ্যমে বৈশ্বিক ডোমেইন বাজারের আকার প্রায় ৫০০ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বড় বাজারটি ডট কম ডোমেইন, যার আকার প্রায় তিন শ’ কোটি ডলার। কান্ট্রি ডোমেইনের মধ্যে জার্মানি শীর্ষে রয়েছে, যেখানে ডট ডিই ডোমেইনের বাজার এক কোটি ডলার। এই ক্ষেত্রে, ডট বিডি ডোমেইনের বাজার প্রায় ৮ কোটি টাকার। এই আয় বাড়ানোর জন্য এবং ডোমেইন গ্রহিতার সন্তুষ্টি নিশ্চিত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডট বাংলা এবং ডট বিডি ডোমেইন রাইট বিটিসিএল এর পাশাপাশি বেসরকারি খাতেও উন্মুক্ত করতে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তিনি ডট বাংলাকে সবার জন্য উন্মুক্ত করতে এবং ডট বিডিকে ডিজিটাল ভেরিফিকেশন এবং ডটগভ ডোমেইনের পূর্ণাঙ্গ যাচাইয়ের মাধ্যমে ডোমেইন প্রসেসকে স্মার্ট করার পরামর্শ দিয়েছেন।

পলক বলেছেন, ছোট সমস্যা লুকিয়ে না রেখে আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল সমস্যাগুলো সমাধানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। এর মাধ্যমে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আইকান আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, ইন্টারনেট দুনিয়ায় বাংলাদেশের স্মার্ট অংশীদারিত্ব নিশ্চিত করতে আইকান-কে নলেজ পার্টনার হিসেবে বাংলাদেশের পাশে থাকার এবং হোস্ট কান্ট্রি হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (আইকান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রির সমন্বিত উদ্যোগে দুই দিন ধরে এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে দেশের ডোমেইন ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন সেশনে সেমিনার, গোলটেবিল ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন:  অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, তথ্য ফাঁসের শঙ্কা ও পুনরুদ্ধারের দাবি

দুই সপ্তাহের ভিতর চালু হতে যাচ্ছে .bd ও .বাংলা ডোমেইন

উদ্বোধনী অনুষ্ঠানে আইকান এর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি লিডার বিভাগের ভাইস প্রেসিডেন্ট সমীরণ গুপ্ত, আইকান ডিরেক্টর সাজিদ রহমান, এপনিকের পলিসি সিগের কো-চেয়ার সুমন আহমেদ সাবির, বিটিআরসি’র মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, ভাষা প্রযুক্তি বিজ্ঞানী মামুন অর রশীদ, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার এবং এশিয়া প্যাসিফিক টপলেভেল ডোমেইনের সদস্য ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহা।

অনুষ্ঠানে সমীরণ গুপ্ত বলেন, বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারী ৮.৩ বিলিয়ন। ২০০ কোটি মানুষ এখনও ইন্টারনেটের বাইরে। ২০২৫ সাল নাগাদ ৭৫ বিলিয়ন ইন্টারনেট ডিভাইস ব্যবহৃত হবে। ভবিষ্যতে ডোমেইন থেকে ১০ বিলিয়ন ডলার অনলাইন রাজস্ব অর্জন সম্ভব।

আলোচনা সভায় দ্রুততম সময়ে সেকেন্ড লেভেল ডোমেইন চালুর আবেদন করেন বিটিসিএল এর ডিজিএম মোস্তফা আল মাহমুদ।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ডোমেইন নীতিমালা ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। আশা করি, মন্ত্রী মহোদয় এর নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই এটি বাস্তবায়ন করব।

সাজিদ রহমান বলেন, ইন্টারনেটকে সার্বজনীন করতে ভাষা যেনো কোনো বাধা না হয় সে জন্য আইকান কাজ করছে।

সভায় বেসরকারি খাতে ডোমেইন ছেড়ে দিলে ব্যবসার প্রসার হবে বলে মত দেন ব্যবসায়ীরা। তারা একইসঙ্গে ডোমেইন প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানান।

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।