৩ ও ১৫ দিনের ডেটা প্যাকেজ আবারও চালু হচ্ছে

আবারও গ্রাহকদের কাছে জনপ্রিয় ৩ দিন ও ১৫ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ ফিরছে। গত বছরের অক্টোবরে ডেটা প্যাকেজের সংখ্যা ৯৫টির পরিবর্তে ৪০টিতে নামিয়ে আনার সময় এই প্যাকেজগুলো বাদ পড়েছিলো। তবে এবার গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।

৩ ও ১৫ দিনের ডেটা প্যাকেজ আবারও চালু হচ্ছে

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৫১ লাখ গ্রাহক। তবে টানা চার মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৩১ লাখ কমে গেছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র জরিপে এই কারণটি উঠে এসেছে। দেখা গেছে, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৭০ শতাংশ গ্রাহক তিনদিনের ডাটা প্যাকেজ ব্যবহার করেন। কিন্তু নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত টানা চার মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা হ্রাস পায় প্রায় ৩১ লাখ।

অন্যদিকে, ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেওয়ায় মোবাইল অপারেটরদের আয়ও ক্রমশ কমতে থাকে। এমটব’র বাজেট পরবর্তি সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জিপি, রবি ও বাংলালিংকের বিক্রীত সেবার আয় ছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেইসঙ্গে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। কিন্তু তৃতীয় প্রান্তিকে ৮ হাজার ১৪৭ কোটি টাকা আয় করলেও প্রবৃদ্ধি নেমে যায় ১ দশমিক ৯২ শতাংশে। চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে আয় কমার পাশাপাশি প্রবৃদ্ধির হারও ছিল ঋণাত্মক ১ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরেও ঋণাত্মক ধারা অব্যাহত ছিলো। বছরের প্রথম প্রান্তিকে (জানু-মার্চ) ৭ হাজার ৯০৫ কোটি টাকা আয় হলেও প্রবৃদ্ধি ছিলো ঋণাত্মক ১ দশমিক ২৪ শতাংশ।

এমন পরিস্থিতিতে আবারও গ্রাহকদের কাছে জনপ্রিয় ৩ দিন ও ১৫ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ ফিরছে। গত বছরের অক্টোবরে ডেটা প্যাকেজের সংখ্যা ৯৫টির পরিবর্তে ৪০টিতে নামিয়ে আনার সময় এই প্যাকেজগুলো বাদ পড়েছিলো। তবে এবার গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।

বিটিআরসিতে অপারেটরদের নিয়ে অনুষ্ঠিত ক্লোজড ডোর বৈঠকে এই সুখবর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, গণশুনানিতে আমরা দেখেছি গ্রাহকদের কাছে ছোট ছোট প্যাকেজগুলোর ব্যাপারে চাহিদা আছে। মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদের বলেছেন, একটি সার্ভে করে জনপ্রিয় প্যাকেজগুলো বিবেচনায় আনার জন্য। যাচাই-বাছাই শেষে গ্রাহকদের পছন্দ অনুযায়ী অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকেন, অন্তত দুই-তিনটি প্যাকেজ এমন আছে যা আমরা পুনরায় অপারেটরদের দিতে পারি।

আরও পড়ুন:  বাংলাদেশের ফিনটেক খাতে বিনিয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রকে

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবক’টি অপারেটরই।

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।