অ্যাসাসিন’স ক্রিডের পুরোনো গেইম নতুন সাজে আসছে ১৫ নভেম্বর

গুইলেমট বলেন, ‘আমাদের পুরানো কিছু অ্যাসাসিন’স ক্রিড গেম এখনও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। কিছু গেমকে পুনরায় খেলার সুযোগ করে দিতে সেগুলিকে আধুনিকীকরণ করা হয়েছে। খেলোয়াড়রা এসব রিমেক নিয়ে বেশ উত্তেজিত হতে পারেন।’

অ্যাসাসিন’স ক্রিডের পুরোনো গেইম নতুন সাজে আসছে ১৫ নভেম্বর

নতুন কনসোল ও শক্তিশালী পিসির জন্য আগামী ১৫ নভেম্বর থেকে পুরানো অ্যাসাসিন’স ক্রিড গেমগুলোতে আধুনিকতার ছোঁয়া আসতে চলেছে। শোনা যাচ্ছে, এই তালিকায় থাকবে অ্যাসাসিন’স ক্রিড ফোর ব্ল্যাক ফ্ল্যাগ এবং ইজিওর গেমগুলো। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ব্ল্যাক ফ্ল্যাগ গেমটি ১৮০০ শতকের জলদস্যুদের ওপর ভিত্তি করে নির্মিত, যা ২০১৩ সালে মুক্তি পায় এবং ফ্রাঞ্চাইজটির অন্যতম জনপ্রিয় সংস্করণ হিসেবে বিবেচিত। এই গেমটির রিমেক করছে ইউবিসফট।

মাসজুড়ে চলা গুজবের পর পিসি, পিএস৫, এক্সবক্স সিরিজ এক্সএস এবং অ্যাপলের সিলিকন (এমওয়ান এবং পরবর্তী সংস্করণ) ডিভাইসের জন্য গেমগুলোতে উন্নত গ্রাফিক্স সহ অন্যান্য সুবিধা যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইউবিসফটের সিইও ইভেস গুইলেমট।

কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে গুইলেমট অ্যাসাসিন’স ক্রিডের রিমেক সংস্করণ এবং ফ্রাঞ্চাইজটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

গুইলেমট বলেন, ‘আমাদের পুরানো কিছু অ্যাসাসিন’স ক্রিড গেম এখনও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। কিছু গেমকে পুনরায় খেলার সুযোগ করে দিতে সেগুলিকে আধুনিকীকরণ করা হয়েছে। খেলোয়াড়রা এসব রিমেক নিয়ে বেশ উত্তেজিত হতে পারেন।’

ইউবিসফটের নিয়মিত বিরতিতে অ্যাসাসিন’স ক্রিড বাজারে আনার লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, “তবে আমরা প্রতি বছর একই ধরনের অভিজ্ঞতা দিতে চাই না।”

গেমভিত্তিক সংবাদ সাইট কোতাকু’র খবরে বলা হয়েছে, ফ্রাঞ্চাইজটির আসন্ন সংস্করণ ‘অ্যাসাসিন’স ক্রিড হেক্সে’র প্রেক্ষাপটে দেখা যাবে রোমান সাম্রাজ্যের সময় ডাইনিদের বিচারের ঘটনা। তবে গুইলেমটের মতে, ‘এটি অ্যাসাসিন’স ক্রিড শ্যাডোস গেম থেকে একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।’

‘শ্যাডোস’ গেমটির প্রেক্ষাপট সাজানো হয়েছে জাপানের ‘সেনগোকু’ যুগের শেষ দিকের বিভিন্ন বাস্তব ঘটনা ও ঐতিহাসিক চরিত্রগুলোকে ঘিরে। এর মধ্যে রয়েছেন জাপানি যোদ্ধা ওডা নবুনাগা। গেমটি বাজারে আসবে এ বছরের ১৫ নভেম্বর।

SHARE
আরও পড়ুন:  প্রতিটি স্কুলে হবে কম্পিউটার ল্যাব; আমরাও একদিন চাঁদে যাবো : প্রধানমন্ত্রী

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।